তুমি জেগে উঠলে - অপ্রকাশিত কবিতাঃ ৩২১

            

কবিতা-৩২১ : তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে আকাশ থেকে নেমে আসে রহমের ধারা।

অবাধ্য জনপদ ডুবে যায় গ্লানির জলে। ভেসে ওঠে নূহের জাহাজ।

তুমি জেগে উঠলে জেগে ওঠে প্রদীপ্ত ঈমান।

 

তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে আকাশ স্পর্শ করে তোমার সাহস। আকাশের তারকারা গাইতে থাকে বিজয়ের গান। চাঁদ তোমার গলায় পরিয়ে দেয় মক্কা বিজয়ের মত রক্তপাতহীন জোসনার মালা।

 

তুমি জেগে উঠলে হেসে ওঠে অভাব, অনটন ও অরাজগতাখ্যাত রক্তাক্ত ভূখন্ড।

তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে পাখির পালকে ভর করে অমিত কুওৎ। হস্তিবাহিনী হয়ে যায় জাবরকাটা ঘাস। নিরাপত্তাহীন কাবাঘর হয়ে যায় মজলুমের আবাস।

 

তুমি জেগে উঠলে ইতিহাস হয়ে যায় বদর প্রান্তর। অস্ত্র ও দম্ভের বিরুদ্ধে জয়ী হয় অস্ত্রহীন কালের বাতাস।

 

তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে জুলুমের বিরুদ্ধে গর্জে ওঠে খালিদের সাহস, সালাহউদ্দীনের শৌর্যের তুফান।

তুমি জেগে উঠলে আকাশের চন্দ্র হয় দ্বিখন্ডিত চাঁদ। তুমি জেগে উঠলে উম্মে আম্মারা হয় নির্ভীক রমনী।

 

তুমি জেগে উঠলে

তুমি জেগে উঠলে হেরে যায় সীমাহীন স্বৈরাচার। ভেঙ্গে যায় দম্ভ ও অহংকারের চূড়াতুমি জেগে উঠলে হাবসী গোলাম হয়ে যান বিশ্বের মুয়াজ্জিন।

 

তুমি জেগে উঠলে মানুষ ছুটে যায় কল্যাণের অফুরন্ত সুরম্য পুষ্পোদ্যানে। তুমি জেগে উঠলে জেগে ওঠে শৃঙ্খলিত মানবতা।

 

তুমি জেগে উঠলে জেগে ওঠে প্রেমপুষ্প। তুমি জেগে উঠলে বুকে বুকে বয়ে যায় মায়ার নহর।

দরিয়ার অথৈ জলরাশি দুভাগ হয় তৈরী হয় মুসার জন্য জান্নাতের মহাসড়ক।

 

জেগে ওঠো তুমি।

হে যুবক, তাকাও সামনে।

দেখো দেখো প্রতিটি বুকের ভেতর উন্মাতাল হাহাকার। প্রতিটি বুকে ব্যর্থতার বোবা কান্না। না পাওয়ার বেদনায় প্রতিটি বুক হয়ে উঠেছে মা হাজেরার ব্যাকুল হৃদয়।

 

আজ মানুষ পয়সা খরচ করে বানায় মারণাস্ত্র। প্রশান্তির জাফরান বীথিতে আজ ভূমিকম্পের লাভা।

নিরাশ্রয় অন্তরে হাঁটে শঙ্কার সরিসৃপ।

মৃত্যুআতঙ্ক ভুতের মত মানুষের শিরায় শিরায় হেঁটে বেড়ায়।

 

আজ পৃথিবী কাঁদছে সুডৌল পূর্ণিমা প্রত্যাশায়। একটি সোনালী ভোরের জন্য পৃথিবী আকুলি বিকুলি করছে।

মজলুমের আর্তনাদে ভরে উঠেছে বিশুষ্ক জনপদ, শহর, নগর।

'প্রভু, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও।' বলে চিৎকার করছে বিপন্ন মানুষ।

 

এই দুর্নীতিগ্রস্ত বিশ্বে আজ তোমার খুবই প্রয়োজন। অশ্লীলতা ও বেহায়াপনা নির্মূলের জন্য তোমার প্রয়োজন। কলুষিত অন্তরের দুষিত কলঙ্ক দূর করার জন্য তোমার প্রয়োজন। হাহাকার পীড়িত বিশ্বে আজ তোমার খুবই প্রয়োজন।

 

তুমি ছুটে আসো রহমের দরিয়া হয়ে।

তুমি ছুটে আসো কল্যাণের ডালি হাতে।

তুমি ছুটে আসো আবে জমজম হয়ে।

ছুটে আসো, ছুটে আসো, আল্লাহর প্রতিশ্রুত নিয়ামত। ছুটে আসো, ছুটে আসো, আল্লাহর প্রতিশ্রুত বরকত।

 

এই বরেন্দ্র মাটিতে এসো হে কল্যাণ।

এই ভাটি বাংলায় এসো খোদার রহম।

মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে ঝড় উঠুক পদ্মা, মেঘনা, যমুনায়। ঝড় উঠুক নষ্ট মানুষের কুৎসিত দীল দরিয়ায়।

 

তুমি ছুটে এলে মিশে যাবে সব অন্যায়। তুমি ছুটে এলে থেমে যাবে জালিমের ঝড়। তুমি ছুটে এলে আসবে সাম্য ও ইনসাফ। তুমি ছুটে এলে হাসবে অবারিত ফসলের মাঠ।

 

হে প্রভু দয়াময়, আমার অন্তর থেকে দূর করে দাও শত শকুনের ভয়।

আমাকে আবার বানাও তুমি নির্ভয়।

আবার আমারে দেখাও কোরানের জয়।

আবার আমারে দেখাও কোরানের জয়।

২৯/০৫/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.