আর যদি দেখা না হয় - অপ্রকাশিত কবিতাঃ ৪০০

              

কবিতা-৪০০ : আর যদি দেখা না হয়

আর যদি দেখা না হয়

আর যদি কোনদিন কথা বলতে না পারি

মনে করো তোমাদের প্রতিটি রক্তকণিকায়

আমি আছি। তোমাদের বুকের প্রতিটি স্পন্দন

আমারই অস্তিত্ব ঘোষণা করছে।

আমি বলছি, বিশ্বাস করো শহীদের রক্ত বৃথা যায় না।

এদেশে কালেমার ঝান্ডাবাহীরা এগিয়ে যাবেই।

কোরআনের ফুল ফুটবেই অবাধ্য নগর ও জনপদে।

মুমীন কখনো নিরাশ হয় না, নিস্তব্ধ হয় না।

আস্থা হারায় না আল্লাহর গায়েবী মদদ থেকে।

 

এ কয়দিন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দেখলাম ডাক্তার ও যমের টানাটানি।

দেখলাম, মানুষের সীমাহীন নিষ্ঠুরতা ও স্বার্থপরতা।

মর্মে মর্মে উপলব্ধি করলাম কারুণের হাতেই এখনো চিকিৎসা নিয়ন্ত্রিত। ডাক্তার বললো, কবি সাহেব,

কোন মেডিসিন আপনার শরীরে কাজ করছে না। অজ্ঞান করার মত আপনার শারিরীক অবস্থা নেই। আমরা নিরূপায়। বলেন তো রিস্ক নিয়ে অপারেশন করে দেখতে পারি।

 

বললাম, ঘাবড়াচ্ছেন কেন, আল্লাহর যা ফয়সালা তাই হবে। কবির সহায় একমাত্র পরম প্রভু। আপনি অপারেশন করুন। তাই হলো।

 

একমাস হাসপাতালে শুয়ে শুয়ে দেখলাম এক বিপন্ন রমনীর অসহায় মুখ। নিজের হাত গলা খালি করে সেজদায় লুটিয়ে পড়ে বলছে, আল্লাহ আমি আমার সর্বস্ব দিয়েছি, এবার তোমার বান্দাকে তুমিই দেখো।

সেই শুরু। বেঁচে আছি না মরে গেছি, বুঝি না।

শুধু এক অসহায় নারীর কান্না আমাকে ডেকে বলে, উঠো, জাগো, দাঁড়াও। আমি কি আবার দাঁড়াতে পারবো?

না, কারো বিরুদ্ধেই আমার কোন অভিযোগ নেই।

বিবেকতো আর শপিংমলে কিনতে পাওয়া যায় না। আমার বন্ধু, সহযাত্রী, শুভাকাংখীরাতো মানবতার সেবায় ব্যস্ত। শুধু এই সেবাটা যেনো ব্যবসা হয়ে না দাঁড়ায়।

তাহলেই মনে রাখবে, আমি আছি তোমাদের সাথে।

আর যদি দেখা না হয়

আর যদি কোনদিন কথা বলতে না পারি

মনে করো তোমাদের প্রতিটি রক্তকণিকায়

আমি আছি। তোমাদের বুকের প্রতিটি স্পন্দন

আমারই অস্তিত্ব ঘোষণা করছে।

আমি বলছি, বিশ্বাস করো শহীদের রক্ত বৃথা যায় না।

এদেশে কালেমার ঝান্ডাবাহীরা এগিয়ে যাবেই।

কোরআনের ফুল ফুটবেই অবাধ্য নগর ও জনপদে।

মুমীন কখনো নিরাশ হয় না, নিস্তব্ধ হয় না।

আস্থা হারায় না আল্লাহর গায়েবী মদদ থেকে।

ইবনে সীনা হাসপাতাল।

১৬/০৯/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.