চাহিদার জিহ্বা - অপ্রকাশিত কবিতাঃ ৩৪১
কবিতা-৩৪১ : চাহিদার জিহ্বা
এখন কত রাত? রাত
নাকি দিন?
কিছুই ঠাহর করতে পারি না।
আমি কি জেগে আছি, না ঘুমে?
এক অনিশ্চিত দোলায় দুলছে এ জীবন।
মনে হয় আছি, আবার
নেই।
নিশ্চয়ই আছি, নইলে
ভাবছি কি করে?
আদৌ কি ভাবছি কিছু?
হাসপাতালের ওয়ার্ডে খাটের ওপর
অসুস্থ স্বামী। নিচে চাদর পেতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত রমনী।
রাত তিনটায় লোকটি মারা গেল।
বউ ঘুমিয়ে। মেয়েটি সকালে নাস্তা
নিয়ে এসে দেখবে,
বাবা নেই।
ঢাকা শহরে পাঁচটি বাড়ি, তিনটি
গাড়ি, দুটো বউ রেখে একাই রওনা দিলেন নিঃসঙ্গ পথিক।
হায়রে জীবন। তেজপাতা জীবন।
যে এতীমের মাল তছরুপের অভিযোগ
নিয়ে চলে গেলেন খান সাহেব,
জমিটা কি পাবেন তিনি?
কি জানি, পেতেও
পারেন।
ওসব ভাবার আমার কি দরকার?
আমি তো দিব্বি বেঁচে আছি।
টাকি মাছ দিয়ে লাউ রান্না হয়েছে, আরো
দুটো পাপ করতে কে আমায় বারণ কারে?
৯ই নভেম্বর ২০২২ : রাত ৪টা
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments