তুঁত গাছে বেল হয় না - অপ্রকাশিত কবিতাঃ ২৭৫

  

কবিতা-২৭৫ : তুঁত গাছে বেল হয় না

ধিক, সেইসব বকধার্মিকদের, যারা

রাতভর আকাশের তারা গোণে আর

দিন হলে ঘুমিয়ে থাকে বাদুরের মত পাতার আড়ালে।

 

সমাজের হাজরো অসঙ্গতি, অনাচার, পাপ তাদের চোখে পড়ে না।

ভালোকে বিকশিত করা আর মন্দ বিনাশের নির্দেশ তারা বেমালুম ভুলে যায়।

অথচ তাদের সৃষ্টিই করা হয়েছে সমাজে মঙ্গল চাষের জন্য।

 

কোন মহল্লা ও পাড়ায়

একজন আলেম থাকার মানে হচ্ছে, সে মহল্লায় কোন মদের আখড়া থাকবে না।

নগ্নতা ও বেহায়াপনা থাকবে না। মানুষকে তিনি ফিরিয়ে রাখবেন সব অকল্যাণ ও মন্দ থেকে।

লম্বা জুব্বা ও সোনালী পাড়ের আলখেল্লা পড়ার জন্য কোন আলেমকে পাঠানো হয়নি।

 

আল্লাহর খলিফা হিসাবে তাদের কাজ  ক্ষুধাতুর বনিআদমের আহারের ব্যবস্থা করা, রুগ্নকে সেবা করা ও মানুষ যে আল্লাহর দাস একথা তাদের স্মরণ করিয়ে দেয়া।

সৃষ্টি ও স্রষ্টাকে ভালবাসার পরিবর্তে ভালবাসার বয়ান করে দায়িত্ব শেষ করার জন্য তার্ দুনিয়ায় আসেননি। আমলহীন এলেমের কোন মূল্য নেই ইসলামে।

মুসলমানের কাজ ভিক্ষা করা নয়, ভিক্ষা দেয়া।

সমাজ যদি ইসলামী হয়ে যায়, সে সমাজে কোন গরীব থাকতে পারে না। ইসলামী সমাজ তো তাই, যেখানে জাকাত নেয়ার লোক পাওয়া যায় না।

 

ধিক, সেইসব বকধার্মিকদের, যারা

ধর্মের মর্মবানী বুঝে না।

বিয়ে না করে যারা সন্তান চায়। আমল না করে যারা দোয়ার বদৌলতে বেহেশতে যেতে চায়।

গোলাপ চাইলে আসুন

গোলাপের চাষ করি।

মনে রাখবেন, তুঁত গাছে বেল হয় না।

২৭/০৩/২০২৩ - বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.