তুমি, না আমি? - অপ্রকাশিত কবিতাঃ ০৩৫

                            

কবিতা-০৩৫ : তুমি, না আমি?

একদিন তুমিও থাকবে না। আমিও।

জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য।

উপড়ানো বৃক্ষের মতোই হয় চুলার লাকড়ি হবো নয়তো কারুকার্যময় পালঙ্ক।

 

জমিদার বাবু প্রমোদভ্রমণ থেকে

ফিরেই শুনলেন তার একমাত্র কুমার

সাপের দংশনে মারা গেছে।

আনন্দ বিষাদময় হতে সময় লাগে না।

 

সবাই জানে, শক্তির দাপটে তুমি আমার জমিটুকু গ্রাস করেছো।

কিন্তু মরার সময় এ সম্পদ তুমি সঙ্গে নিতে পারবে না। আমিও না।

লোকজন তোমাকে জানবে একজন লুটেরা ও লম্পট হিসাবে।

জানবে, একজন ধান্ধাবাজ ও

প্রতারক হিসাবে।

জানবে মিথ্যুক ও জালিম হিসাবে।

 

তোমার মৃত্যর পর লোকজন আনন্দে মিষ্টি বিতরণ করবে। জানাযায় নিজের সব আত্মীয়কেও পাবে না। কবরে তোমার অবস্থা কী হবে সেটা আমি কি করে বলবো?

আমিও মারা যাবো। জানাযায় মাঠে লোকের জায়গা হবে না।

 

নির্ধারিত সময়ের পর এক মিনিটও তুমি বাঁচবে না। আর আমিও আমার প্রভুর দেয়া সময়ের আগে কিছুতেই মরতে পারবো না।

 

তুমি মানুষের অন্তরে থাকবে একদলা থুতু হয়ে। লানত ও ঘৃণার পাত্র হিসাবে।

আর আমাকে বলবে, আহ, লোকটা বড় ভাল ছিল।

এবার বলো তো, কে বেশী লাভবান?

তুমি, না আমি?

০৩/১১/২০১৮  সকাল ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.