লোভের চাবুক - অপ্রকাশিত কবিতাঃ ০৩৬

                             

কবিতা-০৩৬ : লোভের চাবুক

আমি সম্মিলিত আত্মাদের উদগ্রীব

মুখের দিকে তাকিয়ে বললাম, না,

আপনারা কেউ বিচলিত হবেন না।

অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 

কী হবে? সম্মিলিত প্রশ্নরা বুলেটের মতো ছুটে এলো আমার দিকে।

আমি নির্বিকার কন্ঠে বললাম,

লোভ জিতে যাবে। চিরকাল তাই হয়।

 

ইঁদুর ও লোভ সমগোত্রীয়। একজনের ওপর দিয়ে আরেকজন লাফিয়ে চলে।

শেষতক, একজনই বিজয়ী হয়।

ধন সম্পদের লোভ

সন্তান সন্ততির লোভ

বিত্ত বৈভবের লোভ

সম্মান প্রতিপত্তির লোভ

নাম যশ খ্যাতির লোভ

মহত হওয়ার লোভ

শক্তি ও পেশীর লোভ

সবাই প্রতিযোগিতায় অংশ নেয়।

শেষ পর্যন্ত দেখা যায় ক্ষমতার লোভ

সবাইকে নিচে ফেলে শীর্ষদেশে দাঁড়িয়ে বিজয়ের পতাকা নাড়ছে।

 

ক্ষমতা আর কিছুই নয়,

স্বার্থ ও কৌশলের খেলা।

এর জন্য দরকার হলে পিতাকে বন্দী করা যায়।

ভাইকে হত্যা করা যায়। বন্ধুকে ফাঁসি দেয়া যায়।

বেধড়ক গুলি চালানো যায়।

 

আমি তো এই সাধারণ নিয়মগুলোর কথাই বলছি। লোভকে বিজয়ী করতে হলে নিষ্ঠুর হতে হয়।

 

তুমিও প্রথাগত নিয়ম মেনে

লোভকে উস্কে দাও, কে মানা করেছে?

কে কবে নাচতে নেমে ঘোমটা দেয়?

 

একজন মানুষকে অমানুষ হওয়ার জন্য লোভই যথেষ্ট, আর কিছু লাগে না।

০৩/১১/২০১৮  ২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.