কবির কাছে যাও - অপ্রকাশিত কবিতাঃ ১২০

                                                                                 

কবিতা-১২০ : কবির কাছে যাও

আমি আমার কথা বলি না, নবীর কথা বলি।

নবীরা ভুলকে ফুল বানাতেন,

হারামকে হালাল বানিয়ে বলতেন, খাও।

মানুষ ধর্ষণ করে যে পাপ কামাতো,

তিনি তা বাতিল করে ঘোষণা দিলেন, বিয়ে করো।

মানুষের বংশধারা রক্ষা করাতো পূণ্যের কাজ।

 

তোমরা পশুর মাংশ খেতে চাও?

কোন বাঁধা নেই, খাও, তবে তা আল্লাহর নাম নিয়ে জবাই করো।

 

কবিরা নিজের কথা বলে না, নবীর কথা বলে।

পূণ্যের কথা বলে। সুন্দরের কথা বলে।

কল্যাণ ও মঙ্গলের কথা বলে।

কবিরা অন্যায়ের প্রতিবাদ করে।

অসুন্দরকে সুন্দরে পরিনত করতে বলে।

 

আমের ঝুড়িতে পঁচা আম থাকতে পারে।

তুমি সেটা নেবে কেন?

সেটা তো আম নয়, পঁচা আম।

মানুষ মরে গেলে আর মানুষ থাকে না, সে হয়, মরা মানুষ।

মরা মানুষকে মানুষরা কবর দেয়।

 

তেমনি, কবিরা যদি সুন্দরের বন্দনা গাইতে না পারে, তাকে কবি বলা যায় না, সে হয় নষ্ট কবি, পঁচা শব্দের ফেরিওয়ালা।

 

পঁচা শব্দের ফেরিওয়ালা কি কবি হতে পারে? কবিতা চাইলে কবির কাছে যাও।

২৫/০৬/২০২০ ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.