সুবর্ণ সময় - অপ্রকাশিত কবিতাঃ ২৬৪

 

কবিতা-২৬৪ : সুবর্ণ সময়

নীলবর্ণ আকাশে ভাসছে বেদনার ঢেউ।

থর থর কাঁপছে ভয়ার্ত মাটি।

তপতীর নধর দেহ লাশকাটা ঘরে।

এসময় জলসাঘরে নির্লজ্জ কতিপয় কুকুর খেলছে আদিম পাশা।

 

হায় পৃথিবী, তুমি কি ভুলে গেছো

চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকা সাদ্দাদের কথা?

তুমি কি জানো কেয়ামত কত দূরে?

 

মানুষ কেন ইতিহাস ভুলে যায়?

সেকি জানে, লাশকাটা ঘরে তপতীর লাশ কখন কাটা হবে?

খুঁজে দেখা হবে সে লাশে জমা আছে কতটা পাপ?

তারপর তাকে পাঠিয়ে দেয়া হবে কোন ঠিকানায় নীলবর্ণ খামে ভরে?

 

মাথার ওপর যখন কেয়ামত দাঁড়ানো, মাটি কাঁপছে থর থর করে, তখনো কি পৃথিবীর হুঁশ হবে না? আর কত বেলেল্লাপনায় ভাসবে মানুষ?

 

একদল মানুষ এখনো উঠোনে কোমল জোস্না বিলাচ্ছে। বেলীফুলের আতর বিক্রি করছে নবীন সওদাগর। থমকে দাঁড়িয়ে আছে ফুঁসে ওঠা সাগর। তুমি কি শুনতে পাচ্ছো বেজে উঠছে প্রলয় শিঙ্গা?

খুঁদ নিয়ে কাড়াকাড়ি রেখে এবার একটু সোজা হয়ে দাঁড়াও। আজ কাড়াকাড়ির দিন নয়, সবুজবৃক্ষ বোনার দিন। তারাবাতি জ্বালবার দিন। সুন্দরের কাছে ফিরে আসার দিন।

চলো, অসুন্দরের বিপক্ষে দাঁড়াবার এটাই সুবর্ণ সময়।

১৪/০৩/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.