আয়না দেখো - অপ্রকাশিত কবিতাঃ ৩৭০

        

কবিতা-৩৭০ : আয়না দেখো

আয়না দেখুন, আয়না।

অনেক রকম আয়না আছে,

আয়না দেখুন, আয়না।

 

স্বচ্ছ আয়না, ঘোলা আয়না,

প্রতিচ্ছবি দেখার আয়না

আমলনামা লেখার আয়না।

আয়না আছে ঢের।

সে আয়নাতে নিজ চেহারা

দেখ রে মোবাশ্বের।

 

ভেবেছিলাম, দেখবো আমি,

কিন্তু সাহস নাই।

কি দেখতে যে কি দেখবো,

ভেবে মরি তাই।

 

কত জাতি পাপ করে যে

হলো বনের পশু

তুইতো সবই জানিস ওরে

চিতলমারির নসু।

 

কত রকম পাপ করেছি

নিজেই অধম আমি।

অত পাপ কি করবেন ক্ষমা

দয়াল অন্তর্যামী?

 

মনে হলে নিজেই এখন

লজ্জাতে যাই মরে।

খোদার সামনে বলতো এখন

দাঁড়াই কেমন করে?

 

আয়না দেখা বাদ দিয়েছি,

ভাবছি মনে মনে

পাপ করার এ খায়েশ আহা,

জাগলো কি কুক্ষণে।

 

নিজ চেহারা দেখার সাহস

এখন নিজের নাই

এ পাপ নিয়ে কেমন করে

প্রভুর কাছে যাই?

 

ওগো মাবুদ মাফ করে দাও,

তওবা করিলাম

সঠিক পথে চলার জন্য

কোরআন ধরিলাম।

২৬/১০/২০২১   বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.