পারতেই হবে - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৯

        

কবিতা-৩৬৯ : পারতেই হবে

পারবে, হ্যাঁ, তোমরাই পারবে।

ইতিহাসের সুবর্ণচরে আমি দেখেছি তোমাদের বিজয়গাঁথা।

ঘোড়ার পিঠে চড়ে তেমরা বিলিয়েছো সত্যের আলো।

সমুদ্র কল্লোল তোমাদের রুখতে পারেনি।

পাহাড় তোমাদের পায়ের নিচে মাথা ঝুঁকিয়ে দিয়েছে।

তোমরাই একদিন মন্দ ও মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে।

তোমরাই শপথ নিয়েছিলে সত্য ও সুন্দর দিয়ে ভরে দেবে এ জগত সংসার।

 

তারপর বৃষ্টি ও বন্যা এসে তোমাদের থামাতে চেয়েছে। সাইক্লোন তোমাদের পথ রুদ্ধ করতে চেয়েছে। তুফান থামাতে চেয়েছে তোমাদের অগ্রাভিযান।

না। কেউ তোমাদের থামাতে পারেনি।

কেউ পারবে বলে মনে করারও কোন কারণ নেই।

 

গুপ্ত হামলা তোমাদের থামাতে পারেনি। বুলেট বোমা তোমাদের রুখতে পারেনি। যুদ্ধের বিভীষিকা তোমাদের বিচলিত করেনি।

কারান্তরালে বন্দী করে ফেরানো যায়নি তোমাকে। তোমাদের শপথ তোমাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। সানন্দে তোমরা তা বরণ করে নিয়েছো।

 

কাতর চোখের চাহনি তোমাদের ফেরাতে পারেনি ইস্পাতদৃঢ় প্রত্যয় থেকে। শীতের তীব্রতা ফেরাতে পারেনি তোমাদের। ধন সম্পদ সন্তান তোমাদের আটকাতে পারেনি।

না, কোন বাঁধাই থামাতে পারেনি তোমাদের অগ্রযাত্রা।

 

পারবে, তোমরাই পারবে।

সব প্রতিকুলতা মাড়িয় মন্দকে পদদলিত করতে। মিথ্যাকে প্রতিহত করতে। "খামোশ" বলে নফসের আবদার উড়িয়ে দিতে।

আমি শুনেছি, তোমাদের হাজারো খামোসের খুরধ্বনি। যে আওয়াজ শুনে পালিয়ে গেছে দাগাবাজ ইচ্ছেরা।

 

পৃথিবীর বহু মন্দ রাজা দাহিরের মতই

পালিয়ে গেছে রাজপ্রাসাদ ছেড়ে।

 

পারবে, তোমরাই পারবে,

যে কোন মন্দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

কারণ, তোমাদের পাঠানোই হয়েছে

মিথ্যার পতাকা ভূলুন্ঠিত করতে।

 

তোমরা কেবলমাত্র কোরআনের সৈনিক। আর কোরআন কোনদিন তোমাদের মন্দকে আশ্রয় ও প্রশ্রয় দিতে শিখায়নি।

মিথ্যাকে আশ্রয় ও প্রশ্রয় দিতে শিখায়নি। আপোস করতে শিখায়নি।

 

হ্যাঁ, পারবে, তোমরাই পারবে।

মিথ্যার বিরুদ্ধে অনবরত লড়াই করতে তোমরাই পারবে।

ঘরে বাইরে, দিন ও রাতে, আমৃত্যু

মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে তোমরাই পারবে।

 

এসো, সব মন্দ, সব অন্যায়,

সব অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা হাতে হাত রাখি।

আমাদের যে তা পারতেই হবে।

৯/১০/২০২১   বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.