অনাবিল সুখের সাগর- অপ্রকাশিত কবিতাঃ ৩৫৪

     

কবিতা-৩৫৪ : অনাবিল সুখের সাগর

তুমি হাসতেই পৃথিবীতে ফুল ফুটলো,

আকাশে চাঁদ উঠলো,

বাতাস ছুটলো খুশীর বার্তা লয়ে চৌদিক মাতিয়ে।

 

তুমি হাসতেই কলকল শব্দ তুলে

হেসে উঠলো ঝর্ণা, নদী, সাগরের কল্লোল।

খুশীর ঝিলিক খেলে গেল চোখের পাতায় পাতায়।

আর হৃদয়ের দরজা খুলে একশো একটা সাগর আমার বুকে ঢেলে দিল নোনাজলের সুখ।

 

এই সুখটুকুর দাম কতো?

দিনার, ডলার নাকি সোনার মোহর দিয়ে কিনতে হয় এ সুখের সরোবর, আনন্দ আলয়?

কতোটা ভালবাসলে, না চাইতেই বিনামূল্যে কেউ দান করে এ আনন্দ?

 

হায়রে অকৃতজ্ঞ মানুষ, কবে তুই এ ভালবাসার মূল্য দিতে শিখবি?

১৭/০৬/২০২১   ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.