বিপ্লবের সবুজ নিশান - অপ্রকাশিত কবিতাঃ ২০৬

                                                                                                      

কবিতা-২০৬ : বিপ্লবের সবুজ নিশান

হে পুত্র, তোমার চোখ বলছে,

তুমি লায়েক হয়েছো।

তোমার পেশী টান টান হয়েছে।

সংকল্পে দৃঢ়তা এসেছে।

আবেগের সাথে প্রজ্ঞার যে দুস্তি

হয়েছে তা দেখে আমি প্রীত

আজ থেকে তোমার হাতে আমি

বিপ্লবের সবুজ নিশান তুলে দিলাম।

 

মনে রেখো, আদমের (আ) সন্তান

হাবিল ও কাবিলের থেকে শুরু হয়েছে সত্য ও মিথ্যার এ দ্বন্দ্ব।

ন্যায় ও অন্যায়ের এ লড়াই।

হক ও বাতিলের চিরন্তন এ সংঘাত।

ভালো ও কালোর এ বিভাজন।

দিন ও রাত্রির আবর্তন যেমন চিরন্তন

তেমনি চিরন্তন ভালো ও মন্দের এ সংঘাত।

 

ইতিহাস পড়ে দেখো, একদিকে রাত, অন্যদিকে আলো ঝলমল রক্ত লাল ভোর।

প্রেতরাত্রির অট্টহাসিকে ভ্রুকুটি দেখিয়ে

হাজার বার প্রভাত হয়েছে,

পাখির কন্ঠে উঠে এসেছে জাগরনী গান।

 

মুয়াজ্জিন আজান হেঁকেছে আর

দুঃস্বপ্নের রাত মাড়িয়ে জেগে উঠেছে মানুষ।

রাতের নেকড়েরা লুকিয়েছে অরণ্যের গভীরে।

শিয়াল হুক্কাহুয়া বাদ দিয়ে পালিয়েছে গর্তে।

জনপদগুলো প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে।

শিশুর কলকাকলীতে ভরে উঠেছে আরণ্যিক জনপদ।

 

এভাবেই কেটে গেছে বহু যুগ।

কেটে গেছে হাজার হাজার শতাব্দী প্রহর।

না, থামেনি লড়াই। থামেনি যুদ্ধ ও সংঘাত।

হক ও বাতিলের চিরন্তন এ সংঘাত চলেছে অবিরাম, অন্তহীন ও অনিশেষ।

তারই ধারাবাহিকতায় ন্যায়ের এ নিশান আজ আমার হাতে।

 

হে  আমার পুত্র।

শয়তান কেয়ামত পর্যন্ত হায়াত ভিক্ষা নিয়েছে।

অতএব মনে  রেখো, কেয়ামতের আগে এ লড়াই থামবার নয়

এ লড়াই চলবে অনাদি অনন্তকাল।

 

এ লড়াই চলবে শয়তান ও আল্লাহ ভক্তদের মধ্যে।

 

যারা শয়তানের ভক্ত তারা শয়তানের হয়ে লড়বে,

যারা আল্লাহভক্ত তারা আল্লাহর পথে লড়াই করবে।

মানুষের জন্য যে কোন দলে যোগদান করার সুযোগ অব্যাহত রাখা হয়েছে।

 

প্রিয় সন্তান, ভালো লোকেরা সব সময় ভালোর পথে লড়াই করেছে।

তারা হকের নিশান উর্ধে তুলে ধরেছে।

পৃথিবীতে খারাপ লোকের সংখ্যা বেশী হলে খারাপ লোক পৃথিবী শাসন করেছে আর ভালো লোক বেশী হলে ভালো লোক আল্লাহর দ্বীনের বিজয় ঘোষণা করেছে।

 

তারা সব সময় সত্য ও সুন্দরের পথে হেঁটেছে।

ন্যায় ও কল্যাণের পথে হেঁটেছে।

মঙ্গলের জন্য কাজ করেছে।

এ পথে চলেছেন আদম (আ) থেকে শুরু করে নবী মুহাম্মদ (সা) পর্যন্ত সব নবীগণ,

তাঁদের অনুসারীগণ।

 

দুনিয়ার চাকচিক্য তাদের অন্ধ করতে পারেনি। শয়তানের দাপট তাদের পথভ্রষ্ট করতে পারেনি।

সংখ্যায় কম বা বেশী হোক,

তারা ছিল সুন্দরের পক্ষে অটল,

সত্যের পথে অটল

ন্যায় ও হকের পথে অটল।

 

হে পুত্র আমার!

আমি তোমাকে সে নিশান হাতে নেয়ার জন্য আহবান জানাচ্ছি।

যে নিশানবাহীরা আশ্রয় পায় আরশের ছায়াতলে।

যারা বেহেশতের সুশীতল বাগানের বাসিন্দা হয়।

যারা রাসূলের শাফায়াতে ধন্য হয়,

যারা তৃপ্ত হয় আল্লাহর দীদার লাভে।

 

তুমি লড়াই করবে জুলুমের বিরুদ্ধে।

অমানবিকতা ও অসুন্দরের বিরুদ্ধে।

ওরা ছুঁড়ে মারবে ঘৃণার তীর, তুমি

প্রেমের বল্লম ছুঁড়ে তা প্রতিহত করবে।

ওরা মিথ্যার মিসাইল ছুঁড়বে, তুমি সত্যাস্ত্র দিয়ে তা প্রতিহত করবে।

 

তোমার লড়াই হবে সুন্দরের সপক্ষে।

কল্যাণের সপক্ষে, মঙ্গল ও মহত্বের সপক্ষে।

তুমি লড়বে মিথ্যার বিরুদ্ধে।

মন্দের বিরুদ্ধে।

অন্ধকারের বিরুদ্ধে।

পাশবিকতার বিরুদ্ধে।

 

তোমার লড়াই হবে ভালবাসার সপক্ষে।

সবুজ শ্যামল এক পৃথিবীর গড়ার জন্য।

প্রিয় পুত্র, তাই আজ

বিপ্লবের সবুজ নিশান

তোমার হাতেই তুলে দিলাম।

০৪/০৬/২০২২ বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.