অফুরন্ত কল্যাণের মৌসুম - অপ্রকাশিত কবিতাঃ ১৯৫

                                                                                                   

কবিতা-১৯৫ : অফুরন্ত কল্যাণের মৌসুম

আসুন,কল্যাণের পথে হাঁটি,

মঙ্গলের পথে হাঁটি,

সুন্দরের পথে হাঁটি।

কল্যাণের মৌসুম এসেছে, যেমন আসে ধান কাটার মৌসুম। ফসল তোলার মৌসুম। পাকা খেজুর ঘরে নেয়ার মৌসুম।

তেমনি আসুন, পূণ্যকে ঘরে তুলি।

অবারিত কল্যাণকে ঘরে তুলি। আনন্দকে ঘরে তুলি।

 

আসুন, বিজয়কে ঘরে তুলি।

যেমন ঘরে তুলেছিল আরবের বিত্তহীন কতিপয় দুর্বল যাযাবর।

সমগ্র আরবকে চ্যালেঞ্জ করে বিজয় ছিনিয়ে নিয়েছিল তিনশ তেরজন মর্দে মুমীন।

 

এটা গরীবের বিজয়ের মাস। দুর্বলের বিজয়ের মাস। ঈমানদারের বিজয়ের মাস। অস্ত্রবাজদের বিরুদ্ধে অস্ত্রহীনদের বিজয়ের মাস।

 

এ এক অফুরন্ত কল্যাণের মৌসুম।

এ মাসে শক্তি নয় বিজয় ঘটে ঈমানের তাজাল্লির। এটা সত্যের বিজয়ের মৌসুম।

 

মানুষের জীবন কিভাবে চলবে এ বিধান অবতীর্ণ হয়েছিল এ মাসে। এটা অন্যায়কে বয়কট করার মাস। পাপকে বয়কট করার মাস। অসুন্দরকে বয়কট করার মাস।

হিংসা, ঘৃণা বয়কট করার মাস।

এটা ভালবাসার মাস।

 

এটা দয়া ও মমতার মাস। মানবতা চাষ করার মাস।

এটা রমজান। সিয়ামের মাস। অফুরন্ত কল্যাণের মৌসুম।

 

আসুন, কল্যাণের ফসল ঘরে তুলি।

আনন্দকে ঘরে তুলি। বিজয়কে ঘরে তুলি। পবিত্রতার মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে দেই চৌদিকে।

২৬/০৩/২০২২ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.