সুখী হতে চাইলে - অপ্রকাশিত কবিতাঃ ২৭৬

   

কবিতা-২৭৬ : সুখী হতে চাইলে

কবিরা গোলাপের চাষ করে প্রেয়সীকে দেয়ার জন্য, নিশিকন্যার জন্য নয়।

তুমি কি করে ভাবলে, বারবনিতাদের জন্য গোলাপের চাষ হয়?

প্রেম কি কোন বাজারের পণ্য? অথচ আমাদের কবিদের কেউ কেউ লালসাসিক্ত হাতে ফুল নিয়ে ঘুরে বেড়ায়।

 

না, ওরা কবি নয়, ওরা লম্পট।

কবিদের কাজ সমাজকে সুন্দর করা। যারা সুন্দরকে ভালবাসে তারা প্রেমিক হয়।

 

অতএব, তুমি যদি কবি হও, তুমি একজন খাঁটি প্রেমিক। তোমার জন্যই নেমে আসে মায়াবী জোস্না ও ফুলের সৌরভ।

তোমার সুখের জন্য আসেন আল্লাহর নবী।

 

নবীরা চান, সুখে থাকুক মানুষ, সুখে থাকুক পুষ্পিত বিশ্ব। সুখে থাকুক সামুদ্রিক প্রাণী, বনের পশুপাখি ও এই তাবৎ সৃষ্টিনিচয়।

 

তুমি সুখী হতে চাইলে নবীর পথ ধরো।

২৭/০৩/২০২৩ - বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.