তেলাপোকার সাথে সাক্ষাৎকার - অপ্রকাশিত কবিতাঃ ০৩৭

                              

কবিতা-০৩৭ : তেলাপোকার সাথে সাক্ষাৎকার

সবসময় ঘুমানো ভালো নয়।

অসময়ে ঘুমালে অনেক সময় উদ্ভটসব ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। যেমন গতকাল দুপুরে।

 

এক নাছোড়বান্দা তেলাপোকার পাল্লায় পড়েছিলাম আমি।

সিইসি মিটিং থেকে বেরোলে যেভাবে সাংবাদিকরা পথ আগলে দাঁড়ায়,

তেমনি পাকড়াও হলাম।

 

বললাম: কি চাও?

: স্যার আপনার একটি অনু সাক্ষাৎকার।

: স্যার, আপনার নাম----

 

: হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার নাম।

: আপনার জন্ম তারিখ?

আমি কিছুক্ষণ কান চুলকে বললাম: জানি না।

: সেকি! আপনি এতো বিখ্যাত লোক, অথচ নিজের জন্ম তারিখটাই জানেন না?

সেদিন বাড়িতে কেমন আনন্দ বয়ে গিয়েছিল, কে কে দেখতে এসেছিল, কিছুই মনে নেই আপনার?

: আরে গর্দভ, সেকি কেউ জানে?

: সরি স্যার। গর্দভ নয় তেলাপোকা।

 

স্যার,তার মানে আপনার জন্মের আনন্দ আপনি কিছুই ভোগ করতে পারেন নি? যে জন্মে আপনার হাত নেই তা নিয়ে এতো আনন্দের কী আছে আপনার?

আমি মাথানত করলাম।

 

: স্যার, আপনি আর কয় মিনিট বাঁচবেন বলতে পারেন?

: এটা আবার কেমন প্রশ্ন? কেউ কি জানে সে কখন মরবে?

: আপনার মৃত্যুতে আপনি কি শোক করবেন, কাঁদবেন?

: না, মারা যাওয়ার পর আমি তো শেষ। আমার তো তখন কিছুই করার ক্ষমতা থাকবে না।

 

: স্যার, লাস্ট প্রশ্ন। যে জন্ম সম্পর্কে আপনার কিছুই জানা নেই, একটুপর খেতে বসে গলায় পানি আটকে আপনি মারা যাবেন, তাও জানেন না। মরার পর নিজের জন্য একটু শোকও করতে পারবেন না। তাহলে বলুন, আপনার দেমাগ ও অহংকার কি এক মিনিট আয়ুও বাড়াতে পারবে আপনার?

 

, আপনি তো আবার কিছুই জানেন না। আপনি এবার যেতে পারেন, শুধু শুধু আমার সময় নষ্ট করলেন।

০৫/১১/২০১৮  বিকাল সাড়ে ৪টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.