একদল ক্ষুধার্ত রাজহাঁস - অপ্রকাশিত কবিতাঃ ১৭১

                                                                                               

কবিতা-১৭১ : একদল ক্ষুধার্ত রাজহাঁস

তুমি কি শোননি, আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছেন, "পড়শীকে অভুক্ত রেখে  যে পেটপুরে খায় সে আমার দলের কেউ নয়।"

যে রাসূলের দলের কেউ নয়, সে আবার কেমন মুসলমান?

 

মুসলমান কি কোন বংশের নাম?

উত্তরাধিকার সূুত্রে পাওয়া সম্পদ বা সম্পত্তি?

যাদুঘরে রাখা প্রাচীন কোন অমূল্য গৌরব?

 

না। কক্ষনো নয়। মুসলমান সেই, যে প্রকাশ্যে ঘোষণা করে, আমি এমন এক শক্তিকে আমার মালিক হিসাবে গ্রহণ করেছি, যিনি অবিনশ্বর ও চিরঞ্জীব?

তিনি একক সত্ত্বা, তার কোন শরীক নেই। চির প্রশংসিত আল্লাহর প্রিয়তম হাবীব মুহাম্মদ সা. হচ্ছেন আমার নবী ও নেতা।

 

তিনি আমাদের হুকুম দিয়েছেন, আত্মীয়তার হক আদায় করতে।

মাতাপিতার হক আদায় করতে।

প্রতিবেশীর হক আদায় করতে।

তিনি বলেছেন, যারা এ ঘোষণা দেয় এবং দিনে কমপক্ষে পাঁচবার প্রভুর সামনে দাঁড়িয়ে ওয়াদা করে, হে প্রভু, আমি তোমারই গোলাম। তোমার প্রিয়তম হাবীব আমার নেতা, যার নির্দেশ আমি মান্য করি। সেইসব পরশ পাথরের নাম মুসলমান।

 

অতএব, যারা আল্লাহ ও তাঁর হাবীবের নির্দেশ মান্য করে না, তারা কখনোই মুসলমান হতে পারে না।

হে নায়েবে নবীগণ, আমি কি ভুল বললাম?

 

আমার খুব জানতে ইচ্ছে করে, খুন পিয়াসী ওমরের আত্মা কার পরশে বদলে গিয়েছিল? কার ভয়ে কেঁপে উঠেছিল তাঁর কঠিন হৃদয়?

কেন তিনি বলেছিলেন, ফোরাতের কুলে কোন কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে সে জন্য জবাবদিহী করতে হবে?

 

হে মুসলমান, তুমি কি সে ওমরের ভাই? কোথায় তোমার দায়িত্ববোধ? কোথায় সে আত্মজ্ঞান?

 

তাহলে বলো, ওয়াশিংটন থেকে ছুটে আসা বর্বরদের কাছে কেন  তুমি মানবতার সবক নিতে যাও?

যারা হাসপাতালে বোমা ফেলে

অট্টহাসি হাসে, তারা কি মানুষ?

শতাব্দীকাল ধরে যারা আনারের বদলে পান করছে, কাশ্মীরী যুবকের লাল রক্ত, তারা কি মানুষ?

যারা চুষে খাচ্ছে ফিলিস্তিনী শিশুর হাড়, তারা কি মানুষ?

তারা কি করে জানবে মানুষ ও মানবতা কি?

 

আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, একদল ক্ষুধার্ত রাজহাঁস আহারের সন্ধানে চষে বেড়াচ্ছে বিস্তীর্ণ প্রান্তর।

১৩/০৭/২০২১   ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.