এমন একটি কবিতা লিখতে চাই - অপ্রকাশিত কবিতাঃ ১৭২

                                                                                               

কবিতা-১৭২ : এমন একটি কবিতা লিখতে চাই

যে কবিতাটি লেখার জন্য কলম ধরেছিলাম

আজো সে কবিতাটি লেখা হয়নি।

আমি চেয়েছিলাম এমন একটি কবিতা, যে কবিতা পড়ে মজলুম

জালিমের বেহায়া হাত চেপে ধরবে।

যে কবিতা পড়ে স্বৈরাচারের উদ্ধত হাত গুড়িয়ে দেবে নির্যাতীত নিপীড়িত জনগণ।

 

যে কবিতা পড়ে মানবতাহীন আত্মায় রহমতের বৃষ্টি হবে।

যে কবিতা পড়ে মানবরূপী দানবগুলো আবার মানুষ হবে।

প্রেমহীন বিশ্বে কোকিল আবার গান গাইবে।

কর্মক্লান্ত মানুষগুলো মমতার মালা নিয়ে ফিরবে ঘরে।

নারীরা গন্ধরাজের পবিত্রতা দিয়ে বরণ করবে স্বপ্নের পুরুষ।

সব নিষ্ঠুরতা ভেসে যাবে মমতার বন্যায়।

আদমের অবাধ্য সন্তানেরা আবার মানুষ হবে।

 

কিন্তু না। এখনো মানুষ ভালোবাসতে শেখেনি। এখনো নমরুদ ও ফেরাউনের প্রেতাত্মারা বাসা বাঁধে পৃথিবীর সমৃদ্ধ নগর বন্দরে।

শকুনেরা এখনো জনপদে জনপদে আঘাত হানে।

কবুতরের খোপগুলো দখল করেছে বিষাক্ত সাপ।

 

আমি চেয়েছিলাম এমন একটি কবিতা লিখতে, যে কবিতা পরাশক্তিগুলোর গুদামজাত অস্ত্রগুলো অকেজো করে দেবে।

যে কবিতা শুনে কবরে শায়িত আমাদের পূর্বপূরুষেরা নারায়ে তাকবির ধ্বনি তুলবে।

 

প্রতিটি বাড়ির ভেতর থেকে যুবকরা ডান হাত উঁচিয়ে বেরিয়ে আসবে ঘর থেকে।

তাদের হাতে থাকবে আল্লাহর বানী সুশোভিত প্লাকার্ড।

যে কবিতা ঘুচিয়ে দেবে সাদা ও কালোর পার্থক্য।

যে কবিতা ঘুচিয়ে দেবে ধনী ও গরীবের প্রভেদ।

যে কবিতা জাকাতের বদৌলতে দুখী মায়ের চোখের পানি মুছে ফুটাবে উদ্ভাসিত হাসি।

 

আমি এমন একটি কবিতা লিখতে চাই, যে কবিতা পড়ার পর কোন পুরুষ আর ধর্ষণ করবে না।

কোন নারী আর সতীত্ব হারাবে না।

কোন মা গুম হওয়া পুত্রশোকে অন্ধ হয়ে যাবে না।

প্রতিটি উঠোন ভরে যাবে পৌষালী নবান্নে।

প্রতিটি সকাল আসবে নতুন আশার আলো নিয়ে।

প্রতিটি বিকাল নিয়ে আসবে সম্ভাবনাময় রাত।

 

আমি এমন একটি কবিতা লিখতে চাই।

আমি এমনি একটি কবিতা লিখতে চাই।

০২/১২/২০২০ ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.