বাবা ফিরে আসেনি - অপ্রকাশিত কবিতাঃ ০৬৩

                                                        

কবিতা-০৬৩ : বাবা ফিরে আসেনি

তোমরা কেউ কি জানতে,

বাবা গেছে স্বাধীনতা আনতে

তোমরা কি তা জানতে?

 

বাপ পারেনি

জুলুম শোষণ অবিচারকে মানতে

বাপ ভাই তাই সবাই গেছে

স্বাধীনতা আনতে।

 

বাবা গেছে জালিম জনের

শক্ত কোমর ভাঙতে।

নিজের জীবন রক্ত রঙে রাঙতে।

একটি নতুন ভোর জীবনে আনতে।

বাবা গেছে স্বাধীনতা আনতে।

 

সেই যে গেছে বাবা তো আর আসেনি

মা জননী আর তো কভু হাসেনি

গোলাম হবার বন্দীত্ব বাবা ভালো বাসেনি।

 

তাই তো গেছে বাবা আমার রণে।

স্বাধীনতা পাওয়া গেছে দুর্বিসহ বনে।

তারে বাবা বুকে নিল গভীর আলিঙ্গণে।

স্বাধীনতার ফুল ফুটলো মুক্তিপাগল মনে।

 

পূব আকাশে রাঙা সূরুজ হাসলো

ফুল পাখিরা সবাই ছুটে আসলো।

রক্তনদীর স্রোতে বাবা ভাসলো।

সেই রক্তের আবীর মেখে স্বাধীনতা আসলো।

 

সবাই ফিরে এলো কিন্তু

বাবা ফিরে এলো না

সবই এলো কিন্তু তবু,

স্বাধীনতা এলো না।

মায়ের হাতের গরম ভাত

আর তো বাবা খেলো না।

শোষণহীন এক সমাজ মা তো

আজো ফিরে পেলো না।

 

আজো আমি বাবার খোঁজে

পথে পথে ঘুরি।

স্বাধীনতার জন্য আজো

বাবার মতই লড়ি।

আমার বাবার লাশে নাকি

শকুন করে ত্রাস

আমার মায়ের স্বাধীনতা

বুলেট করে গ্রাস।

 

আজও আমি রক্তনদে অহরহ ভাসি

মা জননীর কান্না দেখে কেমনে বলো হাসি?

 

ডিসেম্বর তো তবু আসে

এ কোন বিজয় মাস?

সবাই দেখে বিজয়, শুধু,

আমি বাবার লাশ।

সবাই দেখে বিজয়, শুধু,

আমি বাবার লাশ।

সবাই দেখে বিজয়, শুধু,

আমিই বাবার লাশ।

০৭/১২/২০১৯ দুপুর ১২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.