একটু হাসির জন্য - অপ্রকাশিত কবিতাঃ ১৮২

                                                                                                 

কবিতা-১৮২ : একটু হাসির জন্য

অনেক কসরত করলাম, ঠোঁটের ডগায় একটুকরো আটপৌরে হাসি ঝুলাতে।

না। কিছুতেই পারলাম না।

 

আমার সারা শরীরের সমস্ত হিম্মত

একত্রিত করে চেষ্টা করলাম।

না, আমার ঠোঁট আশার কথা শুনলো না।

আমি হাসতে পারলাম না।

 

ভেবেছিলাম, যদি তোমাদের একটু হাসি দেখাতে পারি, তোমরা একটু আশ্বস্ত হবে।

না, সে সৌভাগ্যও হলো না আমার।

 

এটা কি আমার স্বপ্নযাত্রার সময়?

তাহলে আমি হাস্নাহেনার সৌরভে ভর করে কোথায় চলেছি? আমার পাশ কেটে ভেসে যাচ্ছে বেলীফুল মেঘ।

বিল থেকে ওঠে আসা শিশুর মুখে শাপলাফুল হাসি।

আমি যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি---

 

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে

অ বগী তুই খাস কি? পান্তা ভাত চাস কি?

আয় ছেলেরা আয় মেয়েরা_---

আমি হবো সকাল বেলার পাখি।

 

আচ্ছা, আপনারা বলতে পারেন, একটা আটপৌরে হাসির জন্য কয়টা আমেরিকা বিক্রি করতে হয়?

 

আমি একটু হাসতে চাই। কেউ কি আমাকে শুধু একবার হাসার মত শক্তি ধার দেবেন?

২৯/০৭/২০২১   ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.