স্বৈরাচারের প্রদীপ নিভাও - অপ্রকাশিত কবিতাঃ ২৮৪

    

কবিতা-২৮৪ : স্বৈরাচারের প্রদীপ নিভাও

আকাশ বিদীর্ণ হয়ে যখন

তুলোর মত উড়তে থাকবে

সেদিন তোমার দম্ভ দেখার জন্য

কাউকেই খুঁজে পাবে না।

না মানুষ, না উদবিড়াল।

 

পৃথিবী তখন চৌচির হয়ে যাবে।

ভোলার লঞ্চগুলো ঘুরতে থাকবে

হিমালয়ের শিখরে।

সেদিন তুমি ইয়া নাফসি বলারও

সুযোগ পাবে না।

 

তোমার বিজ্ঞানমনস্ক মন তোমাকে

মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না।

নাক দিয়ে মশা ঢুকলে পাদুকার আঘাতে তোমার মগজ লাফাবে এবড়েথেবড়ো রাস্তার টেম্পুর মত।

কিসের দম্ভ দেখাও তুমি?

 

মনে রেখো, সেই দিন দুদন্ড শান্তি দিতে পারবে না নাটোরের বনলতা সেন।

 

ফলভারে নুয়ে পড়া বৃক্ষের মতো

নতজানু হও। গলির মোড়ের মুচিও একজীবন বাঁচে, তুমিও তাই।

 

অহংকারের ঝাড়বাতি চুরমার করে পারলে স্বৈরাচারের প্রদীপ নিভিয়ে

মানুষ হও।

০৫/০৪/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.