বসন্ত বাহার - অপ্রকাশিত কবিতাঃ ২৫৬

                                                                                                                

কবিতা-২৫৬ : বসন্ত বাহার

চাঁদটা আসমান থেকে নিচে নেমে এলো।

স্পর্শ করলো মাখন মৃত্তিকা।

চারদিকে হয়ে উঠলো আলোয় আলোময়।

তাতে নেই সূর্যের দাবদাহ, আগুনের উত্তাপ।

জোসনা ধোয়া কোমল মোলায়েম আলো।

অপার্থিব সে আলোর বন্যায় ভেসে গেল

সুন্দরবন থেকে টেকনাফ, তেতুলিয়া।

ভেসে গেল বাংলার আকাশ ও মন্ত্রীপরিষদ।

 

অন্ধকারের পেত্নীর অঙ্গ জ্বলছে।

সে তার সঙ্গী রাত নিয়ে হামলে পড়লো আলোর ওপর।

খামছে কামড়ে ফাঁসী দিল আলোর গোলক।

 

আমরা চেয়ে চেয়ে দেখলাম।

দেখলাম সিরাজের মৃত্যু।

শাহাদাতের তামান্নাপ্রিয় তিতুমীর।

দেখলাম স্বৈরাচারের নিষ্ঠুর নির্যাতন।

যুগে যুগে মৃত্তিকায় নেমে আসা আলোরা এভাবেই নিভে যায়।

 

নিভে যায় মায়াময় জোসনা।

নিভে যায় মনুষত্ব। পাশবিকতা

চার পায়ে নাচতে থাকে।

 

নাচো অমাবশ্যা, নাচো।

একটুপর পূর্বাকাশ ফর্সা করে লাল সূর্য উদিত হবে। দিন শেষে আবার নেমে আসবে পূর্ণিমা। আবার আলোকিত হবে মনুষ্য হৃদয়।

 

বদরের খুন বৃথা যায়নি।

বৃথা যায়নি শহীদের রক্ত।

রক্ত দিয়ে আমরা ধুয়ে দেবো সে অন্যায়।

 

আবার ফুল ফুটবে।

কিশোরী ভাসবে স্বপ্ন দোলায়।

ভোরের পাখি গাইবে গান।

পাশবিকতার কবরের ওপর গড়ে উঠবে প্রেমপূর্ণ মানবিক সমাজ।

 

শহীদ মালেকের স্বপ্ন বাস্তবতা পাবে।

আবার নেমে আসবে বসন্ত বাহার।

০৭/০৩/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.