আর কত দিন - অপ্রকাশিত কবিতাঃ ২৫৫

                                                                                                               

কবিতা-২৫৫ : আর কত দিন

কত নির্ঘুম রাত কাটিয়েছি।

ভেবেছি তুমি আসবে।

তুমি আসোনি। কেন?

প্রহরের পর প্রহর কেটেছে।

অন্ধকারে ভূতের মত ঘাপটি মেরে ছিলাম।

না, তুমি আসোনি।

 

জানালার শিক ধরে কতকাল দাঁড়িয়ে ছিলাম।

তাকিয়েছিলাম পথহীন পথে।

কেনানের নারীরা আপেলের পরিবর্তে নিজের আঙুল কেটেছে।

ইউসুফকে পায়নি তারা।

ইতিহাস।

আমিও চেয়েছিলাম তোমাকে।

অদেখা সুন্দরকে। না, পাইনি

ব্যর্থতার উপত্যকায় দাঁড়িয়ে অপেক্ষা করেছি। উন্নয়নের ছাতু খেয়েছি।

আর তসবি জপে বলেছি, প্রভু দাও।

দাও একটি কবিতা।

 

যে ক্ষুধাতুর বনি আদম এখনো ভাত পায়নি, তাকে আমি কবিতা খেতে দেবো।

আমাকে একটি কবিতা দাও।

অসুস্থ রোগীরা কবিতা খেয়ে ভাল হয়ে যাবে।

আশাহীন, মানুষেরা ফিরে পাবে

আশার বালুচর।

না, কবিতা আসেনি।

স্বৈরাচারের ভয়ে সেও কি পালিয়েছে তবে? কি হবে এখন?

 

এভাবেই কি স্বপ্নহীন থেকে যাবে একটা ভূখন্ড?

মানুষ কি উঠে দাঁড়াবে না?

সবুজ কুঁড়ি কি মেলবে না পাখা?

আমি প্রতীক্ষায় বসে আছি।

না, অচিরেই পথে মিছিল নামবে।

শ্লোগান উঠবে: নারায়ে তাকবির, আল্লাহু আকবর।

তখন আসবে কবিতা।

আসবে সুন্দর।

আসবে সত্য।

আমি আবার কবিতা লিখবো।

তোমার হাতে তুলে দেবো ভোরের শিশির।

যুথবদ্ধ গোলাপের পাপড়ি।

সে দিন আমার প্রতীক্ষা শেষ হবে।

সে দিনটির জন্য প্রতীক্ষায় আছি।

 

আর কতদিন, আর কতদিন প্রতীক্ষায় থাকতে হবে আমাকে

জালিম মুক্ত বাংলাদেশ দেখার জন্য?

০১/০৩/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.