একটু ক্ষমার আর্তি - অপ্রকাশিত কবিতাঃ ০৫৩

                                              

কবিতা-০৫৩ : একটু ক্ষমার আর্তি

প্রভু হে, রহম করো আমার ওপর।

তুমি ছাড়া আমার যে আর

আপন বলতে কেউ নেই!

 

একদিন, একদিন তুমিই আমাকে

ভালোবেসে সৃষ্টি করেছিলে।

এই যে আজো বেঁচে আছি,

সে তো তুমিই বাঁচিয়ে রেখেছো বলে!

তোমারই কল্যাণে পেয়েছি স্নেহ,

ভালোবাসা, সম্মান।

 

এসেছিলাম খালি হাতে,বেঁচে থাকার সহায় সম্পদ সবই তো তোমার দান।

না চাইতেই তুমি দিয়েছো উদার আকাশ

সীমাহীন সবুজ, গভীর সমুদ্র, ঝর্ণার কলতান,পাখির গান।

 

কী দাওনি তুমি?

 

ভাবতে অবাক লাগে, যাদেরকে

আপন জানলাম, পিতামাতা, ভাইবোন,

ছেলে সন্তান, আত্মীয় পরিজন

ভেবে দেখলাম কেউ আপন নয়।

সবটাই স্বার্থের খেলা।

তোমার আমাকে প্রয়োজন, তোমাকে আমার।

এরই নাম প্রেম, এরই নাম স্নেহ, ভালোবাসা। পবিত্র বন্ধন।

 

বিশ্বাস করা যায়! যার মায়াবী চোখের দিকে তাকিয়ে পার করলাম সারাটা জীবন,

একদিন সে আমাকে রেখে আসবে মাটির গর্তে!

আমরা যেমন মৃত জন্তুকে পুঁতে রাখি তার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, তেমনি!

 

প্রভু, ভেবে দেখলাম, তুমি ছাড়া

সত্যি কেউ আমার আপন নেই। অথচ কী এক মোহে আমরা তোমাকেই ভুলে যাই।

আমরা এতটাই নাদান, আমরা পদে পদে তোমার হুকুম অমান্য করি আর ভাবি,আমরা তোমারই গোলাম।

 

হে প্রভু, এ অবাধ্য গোলামকে কে কি

ক্ষমা করবে না তুমি?

তুমি ছাড়া যে সত্যি আমার কেউ নেই।

১৫/০৮/২০১৯ রাত ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.