বসন্ত আসবেই - অপ্রকাশিত কবিতাঃ ২৫৪

                                                                                                               

কবিতা-২৫৪ : বসন্ত আসবেই

তুমি চাও বা না চাও, বসন্ত আসবেই

তুমি চাও বা না চাও, চাঁদ হাসবেই।

ফুল ফুটবেই

ভুল টুটবেই

ছুটবেই ভালবাসার বন্যা

হে অনন্যা।

 

পাখিরা গাইবে গান

ঝর্ণার বইবে কলতান

সূর্যের আলো ছুটে আসবেই।

যে যারে বাসার সে ভালবাসবেই।

 

শিমুলের ডালগুলো হবে লালে লাল

ফুলে ফুলে ভরে যাবে পলাশের ডাল

আঁধারের ভাঁজ কেটে আসবে সকাল

তুমি চাও বা না চাও, বসন্ত আসবেই।

 

দখিনা হাওয়ায় উন্মনা হবে মন

বাতাসের হিল্লোলে শিহরিত হবে বন

প্রজাপতি ফুলে ফুলে উড়বেই

কালের চাকা ফের ঘুরবেই

ভেঙে যাবে জালিমের বিষদাঁত

থেমে যাবে দুষ্টের উৎপাত

কপোত কপোতী কাছে আসবেই

আবেগের জলে মন ভাসবেই

সত্যের সেনানীরা মিথ্যাকে নাশবেই

বসন্ত আসবেই।

আসবেই বসন্ত, আসবেই

তুমি চাও বা না চাও, বসন্ত আসবেই।

২৪/০২/২০২৩ বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.