অদ্ভুতুরে খালা - অপ্রকাশিত কবিতাঃ ৩৮৪

           

কবিতা-৩৮৪ : অদ্ভুতুরে খালা

অদ্ভুতুরে খালা।

কোথা পেলে তুমি এমন

প্রেম কুসুমের মালা।

কে দিয়েছে মুছে তোমার

দুঃখ এবং জ্বালা।

তোমার বুকে এখন বহে

স্নিগ্ধ সুখের নালা

কোথায় তোমার সুখের উৎস

বলবে আমায় বালা?

অদ্ভুতুরে খালা।

 

অদ্ভুতুরে খালা।

হৃদয়ঘরে কে দিয়েছে

সুখ সাগরের তালা।

দুঃখটারে কে বলেছে

পালা ত্বরা পালা।

কে বলেছে খালা,

হাতে গলায় পরতে তোমায়

প্রেম কুসুমের মালা?

 

খালা হেসে কয়।

জন্ম যখন হয়েই গেছে

মরতে কিসের ভয়?

মরতে যখন হবেই তবে

কি দরকার সঞ্চয়?

এ পৃথিবীর যা কিছু সব

তাঁর ইশারায় হয়

এ দেহ তো মাটি ছিল

মাটিতে হবে ক্ষয়।

তবে কিসের ভয়?

 

কিসের তবে দুঃখ আবার

কে চায় পরাজয়?

তাঁর ইশারায় বেঁচে আছি

তাঁর ইশারায় শোনরে আমার

মরণ যেন হয়।

তাঁরই হাতে সঁপে দিলাম

দুঃখ, ব্যথা, ভয়।

এতেই আমার জয়।

০৬/০৭/২০২২  বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.