মানুষ বড় ধড়িবাজ - অপ্রকাশিত কবিতাঃ ১৮৬

                                                                                                  

কবিতা-১৮৬ : মানুষ বড় ধড়িবাজ

ওগো নীড়হারা বৃষ্টিস্নাত গোলাপ, তোমার কী সৌভাগ্য! বৃষ্টি এসে তোমাকে গোসল করিয়ে দেয়।

তোমাকে সাহস ও শক্তি জোগায় রোদের উত্তাপ।

অলি গুনগুন গান শোনায়। বাতাস যখন তখন এসে আদর করে তোমাকে, ফুলপরীরা নাচে তোমাকে ঘিরে।

নীড় না থাকার কত সুবিধা।

 

আকাশ, বৃক্ষ, নদী সকলেই নীড়হারা।

নীড়হারা স্বাধীন পাখিরা ওড়ে যায় দূর নীলিমায়।

বৃক্ষের কোন নীড় লাগে না।

নীড় লাগে না পাখি ও পতঙ্গের।

নীড়হীন পাহাড় সারাদিন আকাশ দেখে, মেঘ দেখে।

 

অথচ যে মানুষ মৃত্যুর টিকেট হাতে পৃথিবীতে পা রাখে সেই বানায় প্রাসাদ।

তার চাই যশ খ্যাতি, প্রতিপত্তি।

চাই সম্মান। চাই প্রতাপ, চাই দাপট।

 

প্রতিদিন যে নিজ হাতে সেরে নেয় মেথরের কাজ, মুকুট পরে একদিন সেও সাজে রাজাধিরাজ।

এক ফোঁটা নাপাক পানি, তবু কি বেলাজ।

সত্যি সেলুকাস। মানুষ বড় ধড়িবাজ।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.