গযবের তুফান - অপ্রকাশিত কবিতাঃ ০৮১

                                                                          

কবিতা-০৮১ : গযবের তুফান

না, আমি কোন রাষ্ট্রনায়ক নই।

আমি রাজনীতিবিদও নই।

কোন গোত্র প্রধানও নই।

আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি

দয়া করে আমাকে শব্দ মেলাবার দক্ষতা দিয়েছেন।

তাই লোকে আমাকে কবি বলে ডাকে।

এ জন্য আমি আল্লাহর শোকর আদায় করি।

মানুষকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

 

আমার স্রষ্টা তাঁর কালামে কবির জন্য একটি সূরা নাজিল করেছেন।

সেখানে তিনি কবিকে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন।

কিন্তু সত্য কথা কখনো জালিমদের ভাল লাগে না।

সতর্ক করা অনেকেই পছন্দ করেন না।

 

মানুষ পরষ্পরের ওপর, প্রকৃতির ওপর এমনকি নিজের ওপরও জুলুম করে থাকে।

তিক্ত হলেও সেসব কথা কবিকে বলতেই হয়।

 

কবিকেই বলতে হয়, একই মুদ্রায় থাকে মন্দ ও ভালো। একজনকে বাদ দিলে আরেকজনকে পাওয়া যায় না। ভালোকে খেতে দিলে সে পাতেই বসে পড়ে মন্দ। মুদ্রার এক পিঠে ভালো থাকলে তার অন্য পিঠে মন্দ থাকবেই।

সূর্যের আলো সরিয়ে দিলে রাতের কালো তোমাকে গ্রাস করবেই।

শুধু তাই নয়, ভালোর ভিতরে লুকিয়ে থাকে মন্দ আর মন্দের ভেতরে ভালো।

তোমার কাজ, রুটি বানানোর আগে ময়দা থেকে চুলগুলো সরিয়ে ফেলা।

 

এই যে করোনা এরই মধ্যে লক্ষাধিক মানুষকে চিরনিদ্রায় শুইয়ে দিয়েছে, এটা মানবতা ও সভ্যতার জন্য বড়ই বেদনাদায়ক।

আমরা কেউ চাই না সভ্যতার এভাবে অবলুপ্তি।

তাই এর থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টার কোন কমতি নেই।

 

পারমানবিক অস্ত্রধারী অসীম ক্ষমতাধর মানুষ আজ সামান্য পিঁপড়ার চাইতেও অসহায়।

প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে

করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, জার্মানির প্রধানমন্ত্রী এঞ্জেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী, কংগোর সাবেক প্রেসিডেন্ট, বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, বৃটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লসসহ উন্নত বিশ্বের প্রভাবশালী অনেক নেতারা।

কেন তারা করোনায় আক্রান্ত হলেন?

এরা কি সচেতনতা বুঝেন না? করোনা মারাত্মক ছোঁয়াছে এটা তারা জানতেন না? নিজেকে করোনা থেকে রক্ষা করতে তারা কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি?

 

তারা কি দল বেঁধে মসজিদে নামাজ পড়তেন?

নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

বাঘ কি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল?

করোনা যদি ছোঁয়াছে হয়, কার সংস্পর্শ পেয়ে বাঘের শরীরে করোনা গেলো?

 

মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টে শতশত নাবিক করোনায় আক্রান্ত। করোনা আসার পূর্বেই এই রণতরী প্রশান্ত মহাসাগরে ছিল, তাহলে তারা আক্রান্ত হল কিভাবে? করোনা তো তিন ফিট দূরত্ব অতিক্রম করতে পারেনা। তাহলে তাদের নাগাল পেলো কেমন করে?

 

জানি, এসব প্রশ্নের কোন সদুত্তর নেই মানুষের কাছে। এর জবাব দিয়েছে পবিত্র কোরআন। বলছে, মানুষ যখন পাপাচারে ডুবে যায় তখন প্রভু মানুষকে সতর্ক করার জন্য নানা বিপদ আপদ পাঠান।

কোরআনে বিভিন্ন জাতির অধপতনের পর কি কি গযব দেয়া হয়েছে, বিস্তারিত বলা হয়েছে। কোন অপরাধের জন্য কি শাস্তি দেয়া হয়েছে তা বর্ণনা করা হয়েছে।

 

এই করোনা যে তেমনি কোন গযব, মানুষ এখন এ ব্যাপারে নিশ্চিত।

আর এটা নিশ্চিত হওয়ার পরই চীন দীর্ঘদিনের তালাবদ্ধ মসজিদ খুলে দিয়েছে। জনগণের মধ্যে কোরআন বিতরণ করছে। দলে দলে ইসলাম গ্রহণ করছে।  ইতালিসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলিম নির্যাতন কমে আসছে। ফ্রান্সে শত শত বছরের অবরুদ্ধ মসজিদে প্রকাশ্যে আযান হচ্ছে। রাশিয়ার মসজিদে চলছে অনবরত কোরআন তেলাওয়াত। কোথায় নাড়া লাগেনি?

 

না, এখনো করোনার ছোবল শেষ হয়নি। থামেনি তার তান্ডব। সে একটু একটু করে এগুচ্ছে।

যারা বুদ্ধিমান তারা করোনা পরবর্তী বিশ্বের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছে। তারা তওবা করে নিয়েছে।

 

আর আমরা?

আমরা ত্রাণ বিতরণের নামে একদিকে জনসমাগম করে সেলফি তুলছি আর মসজিদে পাঁচজনের বেশী একসাথে নামাজ পড়া নিষিদ্ধ করেছি।

আমরা মানুষকে তওবা না শিখিয়ে

চাল চুরি শেখাচ্ছি।

আমরা করোনায় আল্লামুখী না হয়ে মোকাবেলার কথা বলছি। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। উন্নত বিশ্ব যখন বলছে,

উপরওয়ালা ছাড়া কেউ এ বিপদ থেকে বাঁচাতে পারবে না, তখন আমরা বলছি, আমরা করোনার চেয়েও শক্তিশালী।

 

হায়, কে আমাদের বলবে, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

কে ঠেকাবে অবাধ্য জনপদের গযবের তুফান?

তাহলে কি এইসব গর্দভের ভুলের মাশুল গুনতে গিয়ে একটি জাতি মুছে যাবে পৃথিবীর বুক থেকে?

১৪/০৪/২০২০ ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.