লোকেরা বললো, পাগল! - অপ্রকাশিত কবিতাঃ ২৩৫

                                                                                                           

কবিতা-২৩৫ : লোকেরা বললো, পাগল!

একদিন আচমকাই স্ক্রীণ থেকে সব লেখা মুছে ফেলতে হলো। দোকানে নিয়ে গেলাম, বললো, আপনার সেট লকড হয়ে গেছে। পাসওয়ার্ড দিন, নইলে রিইনস্টল দিতে হবে।

রিইনস্টল দিলে কি কবে?

আপনার অতীতের সব রেকর্ড মুছে যাবে।

সব লেখা, সব ছবি?

সব, সব, সমুদয় স্মৃতি।

 

কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। কখনো কোন পাসওয়ার্ড দেইনি।

আপনার অজান্তে হলেও ঘটেছে।

ধরুন আপনার এ সেট ডেড। আপনি বললে রিইনস্টল দিতে পারি। কিন্তু অতীতের কোন কিছুই পাবেন না। জাস্ট, নতুন একটা সেট পাবেন, যাতে আপনি নতুন করে লিখতে পারবেন। বলুন কি করবো? রিইনস্টল দেবো?

 

দিন।

তিনি তাই দিলেন। আমি আবার লিখতে শুরু করলাম।

সুহৃদরা বললো, হায় হায় একী করলে তুমি? তোমার এতদিনের সাধনা, এত কবিতা, ছড়া, গান সব ডিলিট করে দিলে?

আমি হাসলাম। বললাম, না, কিছুই ডিলিট হয়নি।

 

মানে?

মানে মানুষের সবকিছু ডিলিট হয়ে যাবে জানেন বলেই মালিক দুই কাঁধে দুই ফেরেশতা বসিয়ে রেখেছেন। তারা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন।

 

কিন্তু দুনিয়ায় তো আর কোনদিন ওসব দেখতে পাবে না?

 

আবারও হাসলাম আমি। কিন্তু আমার কাজের যিনি হিসাব নেবেন সেই মালিক সবই দেখতে পাবেন।

দুনিয়ায় কিছু রাখার দরকার হলে তিনিই ব্যবস্থা নেবেন। আমার অত জানার দরকার কি?

 

লোকেরা বললো, পাগল!

আমি বললাম, হায়, তোমরাও যদি পাগল হতে পারতে! পৃথিবীতে এখন পাগলেরই দরকার।

২৪/১১/২০২২ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.