সাধু সাবধান - অপ্রকাশিত কবিতাঃ ২৩১

                                                                                                           

কবিতা-২৩১ : সাধু সাবধান

মানুষ বড় অকৃতজ্ঞ ও ইতরপ্রাণী।

বিপদে পড়লে বাপের নাম ভুলে যায়,

মায়ের নাম ভুলে যায়।

নিজের সহায় সামর্থ সব ভুলে যায়।

বলে, আল্লাহ বাঁচাও। তুমি ছাড়া আমার কেউ নেই, কিছু নেই।

এই আমি তওবা করলাম। আর কখনো অন্যায় পথে পা বাড়াবো না।

 

তারপর? তারপর বান্দার কাকুতি মিনতি শুনে যখন তিনি দয়াবান হন,

যখন বিপদের পাহাড় উঠিয়ে জমা করেন মেঘমুলুকে, বান্দা তখন ভুলে যায় একটু আগের কথা।

ভুলে যায় কৃত ওয়াদা, ভুলে যায় দুর্যোগের ভয়ংকর টর্নেডো প্রতাপ।

 

সে ভাবে, আমার ক্ষমতা আছ, সম্পদ ও পেটুয়া আছে, সাহস আছে, শক্তি আছে। তবে কেন আমি তা দেখাবো না? কেন এই ক্ষমতা ভোগ করবো না আমি?

 

হাত বাড়ালেই পাপের গন্দম

আমার চারপাশে মৌমাছির মত উড়াউড়ি করে। এবেলা পাপ করি, হজে গিয়ে সব মাফ চেয়ে নেবো।

 

হায়রে নাদান মানুষ, আমার দয়াবান প্রভু তবু অকৃতজ্ঞ ও ইতরদের বার বার মাফ করেন তার চরম উদারতায়।

 

মনে রাখবেন, আমার প্রভু

মাফ করেন কিন্তু অবিচার করেন না।

কারো হক তিনি মারেন না।

কারো পাওনা তিনি অপরিশোধযোগ্য রাখেন না।

 

আপনি শুধু আপনার পাওনাটাই পাবেন। এর বেশিও না, কমও না। অতএব সাধু সাবধান।

০৭/১১/২০২২ ইবনে সীনা-বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.