আমি বুঝি না - অপ্রকাশিত কবিতাঃ ১৯৮

                                                                                                    

কবিতা-১৯৮ : আমি বুঝি না

আমি বুঝি না মানুষ এমন মুর্খ ও নাদান হয় কি করে?

সেকি জানে না, সারা পৃথিবীর বিনিময়েও এক মিনিট হায়াত কেনা সম্ভব নয়?

 

তিনি আপনাকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন।

আপনি তার কাজে ফাঁকি দিয়ে বেহুদা সময় নষ্ট করছেন কেন?

কেন এই ফাঁকি দিচ্ছেন?

হিসাবের দিন এর কি জবাব দেবেন?

আপনি নিজের ইচ্ছায় দুনিয়ায় আসেননি। কেউ আসতে পারে না।

আবার যেতেও হয় পরের ইচ্ছায়।

ডাক পড়লে এক মিনিট বিলম্ব করবেন? সে সুযোগ আপনি পাবেন না।

কেউ পায় না।

হায়রে জীবন, হায়রে নিয়তি।

প্রয়োজন। সবই হয় প্রয়োজনের তাগিদে।

বংশ বৃদ্ধির জন্য মিলিত হওয়াও সওয়াবের কাজ।

জীবনকে উপভোগ করার এতো এতো সামগ্রী আল্লাহর দান।

সামর্থ থাকলে তা না ভোগ করাও নাফরমানি।

কৃপণতা বা অপচয় কোনটাই আল্লাহ পছন্দ করেন না।

প্রয়োজনে সব করা যায়।

প্রয়োজন ছাড়া কোন কিছু করাই পাপ।

প্রয়োজন মত সম্পদ অর্জন করুন এবং খরচ করুন। বেশী থাকলে জাকাত দিন, দান করুন।

দরকার থাকলে ঘুমান, বিশ্রাম নিন।

সময়ের কাজ সময়ে করুন।

 

বাগান করুন, আনন্দ করুন, খুশী হোন। কিন্তু কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না।

প্রয়োজন ছাড়া কিছু করাই গর্হিত কাজ। আপনি মধ্য দুপুরে এশার নামাজ পড়েন না, পড়তে পারেন না।

জীবনকে সজীব করার জন্য আড্ডা দিন। ভ্রমণ করুন। কিন্তু সময় বা অর্থ কোনটারই অপচয় করবেন না।

ক্ষমতার অপব্যবহার করবেন না।

নিজের ওপর বা অন্যের ওপর জুলুম করবেন না।

রাত বারোটায় অযথা ভিডিও কল দিয়ে অন্যকে বিরক্ত করা পাপ।

দেখা নেই বাতাসে ছালাম ছুড়ে দেয়া পাপ

নামাজ না পড়ে গুড নাইট, সুপ্রভাত বলে সময় পার করা পাপ।

সময়ের মূল্য দিন। সময় বড়ই মূল্যবান।

 

 

বেশী পরহেজগার সাজতে যাবেন না।

বেশী পরহেজগারী দেখানোও পাপ।

তাতে অহংকার প্রকাশ পায়। সফরের নামাজে যে ছাড় দেয়া হয়েছে তা না মানা পাপ।

মেয়েদের অসুস্থকালীন সময়ে ফরজ নামাজ পড়াও পাপ।

ফজরের পর রিজিকের তালাশ না করে মসজিদে বসে তসবি টেপাও পাপ।

আল্লাহর হুকুম মানুন। যা করবেন পরিমিত করুন। পড়শীর খবর নিন, এটাই ইসলাম।

 

অসহায়কে সাহায্য করা ইসলাম।

সমাজ থেকে দারিদ্র্য মোচনের নাম ইসলাম।

অপরকে নিরাপদ রাখার নাম ইসলাম।

মন্দ থেকে বেঁচে থাকার নাম ইসলাম।

ফেতনা সৃষ্টি করা পাপ।

সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়া পাপ।

অল্পদামে আল্লাহর কালাম বিক্রি করা পাপ

নিজে না মেনে অন্যকে নসীহত করা পাপ।

পাপ ছাড়ুন।

ইসলামের আলোকে নিজেকে পড়ে তুলুন।

নিজের খায়েশ মত ইসলামকে ব্যবহার করবেন না।

কোরআন পড়ুন, কোরআন বুঝুন।

আমার দুঃখ হয় মানুষের জন্য।

আমি বুঝি না মানুষ এতো মুর্খ কেনো?

কেন সে প্রিয়ার হাতে গোলাপ তুলে দিতে ভুলে যায়?

কেন জোসনা রাতে হাতে হাত রাখে না?

মানুষ এতো নাদান কেন?

মানুষ এতো মুর্খ কেন?

কেন বুঝে না,

খোদার হুকুম মানলেই জীবন সুন্দর হয়?

এই অবারিত পৃথিবী মানুষের জন্য।

এই সুমিষ্ট ফল মানুষের জন্য।

এ দুনিয়ার নেয়ামত মানুষের জন্য।

ভোগ করুন ও শোকর আদায় করুন।

পৃথিবী জুড়ে প্রেমের চাষ করুন।

বিশ্বকে গড়ে তুলুন প্রেমের বাগান।

আমি বুঝি না, মানুষ কেন নিজের ভাল বুঝে না।

১৮/০৪/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.