প্রাগৈতিহাসিক জীবাশ্ম - অপ্রকাশিত কবিতাঃ ১৯৭

                                                                                                    

কবিতা-১৯৭ : প্রাগৈতিহাসিক জীবাশ্ম

মানুষ কী থেকে কি হয়ে গেল।

তাকে বানানো হয়েছিল

আশরাফুল মাখলুকাত- সৃষ্টির সেরা।

সে হবে উদার, মহৎ, পরোপকারী।

তার উদারতা, তার মহত্ব থাকবে আকাশ ছোঁয়া।

তার স্বপ্ন সাত আসমান পার হয়ে আরশ মহল্লা স্পর্শ করবে।

মানুষ হবে দয়াবান, মায়াময়।

সে হবে প্রেমপূর্ণ সভ্যতার রক্ষক।

কিন্তু আজ কি দেখছি?

মানুষ নিষ্ঠুর দাজ্জালের চেয়েও হিংস্র।

পৃথিবীর সম্পদ ধ্বংস করে সে বানাচ্ছে মারণাস্ত্র মানুষ হত্যা করার জন্য।

মানুষ জানে, সে অচিরেই মারা যাবে। এ কথা জেনেও মানুষ জমা করছে বেশুমার সম্পদ।

আর বুর্জোয়া শোষণের ফলে মারা যাচ্ছে নিরন্ন জনতা।

স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করছে।

লোভের জিহ্বা লম্বা হতে হতে কবর পর্যন্ত টেনে নিচ্ছে মানুষকে।

এই কি আশরাফুল মাখলুকাত?

এই কি সৃষ্টির সেরা জীব?

মানুষ পূণ্যকে বনবাসে পাঠিয়ে বসবাস করছে পাপের রাজ্যে।

এসব দেখছি আর ভাবছি,

মানুষ কী থেকে কি হয়ে গেল।

 

মানুষের হাত কেন হয়ে গেল খুনীর রক্তাক্ত হাত?

তবে কি কেয়ামত ঘনিয়ে এসেছে?

নাকি ইতরশ্রেণীর কোন প্রাগৈতিহাসিক জীবাশ্মের শেষ সংস্করণের নাম মানুষ।

১৭/০৪/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.