এই বর্ণালী সন্ধ্যায় - অপ্রকাশিত কবিতাঃ ৩৩১

                  

কবিতা-৩৩১ : এই বর্ণালী সন্ধ্যায়

এই বর্ণালী সন্ধ্যায়

গোধুলী বেলায়

বলাকারা ওড়ে যায়

দূর সীমানায়।

আমার বলাকা মন

একা ছুটে যায়

দূর অজানায়,

যখন আঁধার ঘনায়।

 

এসেছি কুসুম প্রাতে প্রভাত বেলায়

এ জীবন কেটে গেল

রৌদ্র ছায়ায়

কত কথা মনে পড়ে এই অবেলায়

অতীত স্মৃতি আজে এ মন কাঁদায়।

 

যশ, মান, ধন চেয়ে, পৃথিবীর রস খেয়ে

কেটে গেল এ জীবন, স্নেহ মমতায়

আমি যাই কোন দেশে দূর অজানায়।

 

এখনি আসবে আঁধার

দাঁড়াবে সামনে পাহাড়

কেটে যাবে এ জীবন

কোন সে মায়ায়,

আমি শুনি কার ডাক, আয় ওরে আয়।

 

 

দিন গিয়ে আসে রাত, নাই সুখ সওগাত,

শূন্যতা ভরা এ হাত কাঁদে পিপাসায়

কেটে গেল এ জীবন

কিসের মায়ায়।

২৭/০৬/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.