অনুরাগে - অপ্রকাশিত কবিতাঃ ৩২৯

             

কবিতা-৩২৯ : অনুরাগে

এ পৃথিবী এতো কেনো মধুময় লাগে

যত দেখি তত আরো দেখি সাধ জাগে

এত রূপ কোনদিন দেখিনিতো আগে।

দেখে দেখে এ হৃদয় ভিজে অনুরাগে।

 

আল্পনা আঁকা কতো প্রজাপতি ওড়ে

জাফরান রঙে ধরা সাজে প্রতি ভোরে।

মনে কেনো সুখ জাগে দখিনা হাওয়ায়

যতো দেখি বেঁচে রই সাধ কেন জাগে।

 

রূপে রূপে অপরূপ দুনিয়া জাহান

সুখ এসে ভরে দেয় পিপাসিত প্রাণ

মন থেকে বলে উঠি, ওগো সোবহান

এ জীবন ধন্য হলো, তব অনুরাগে।

 

তোমার সৃষ্টিধারা কী যে ভালো লাগে

আরো দেখি বারবার মনে সাধ জাগে।

১৯/০৬/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.