লম্পট ধরার দিন - অপ্রকাশিত কবিতাঃ ৩৩৫

              

কবিতা-৩৩৫ : লম্পট ধরার দিন

পাহাড় যেন শরতের মেঘ হয়ে

ওড়ে যাচ্ছে অজানা গন্তব্যে।

ওড়ে যাচ্ছে সাগরের পানি।

তাদেরকে জমাটবাঁধা ধানের চাতাল

হওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

হয়তো অচিরেই তারা জমাট বাঁধতে শুরু করবে।

 

কবর থেকে নগ্ন লোকজন এসে জড়ো হচ্ছে ঈদগাহের তপ্ত বালুতে। বাউরি বাতাসে শুকনো খড়কুটোর মত উড়ছে মানুষের বাড়ি, অট্টালিকা।

 

চারদিকে ধ্বংসপ্রলয়।

অজানা শংকায় নিশিকন্যারা জাপটে ধরেছে তোমায়। উদভ্রান্ত তুমি পালাতে পারছো না। অথচ এখনি এমনটি হওয়ার কথা ছিল না।

দুর্ভাগ্য ছিল অনেক দূরে।

তুমি কাছে ডাকলে তাই চলে এলো।

 

বাবা যদি কন্যাকে ভোগ না করতো তবে সে কখনো আসতো না।

মেয়ের নতুন জামাইকে নিয়ে শাশুড়ি যদি পালিয়ে যায় তবে তাকে আসতেই হয়।

এ আমরা কোথায় বাস করছি?

 

পাহাড় উড়ছে তুলোর মত।

সাগরের ঢেউয়ের মাথায় আগুন।

বন্ধ করুন পাপাচার।

যারা ডুবে যাচ্ছে পাপ দরিয়ায় তাদের টেনে তুুলুন। পাপের তুফান না থামলে বন্ধ হবে না এ প্রলয়।

 

সুখ নেই, শান্তি নেই, এ কেমন অস্থির জীবন?

আস্থা নেই, বিশ্বাস নেই। প্যান্টের পকেটে আততায়ী। এর নাম কি জীবন?

 

অজগরটি আসছে তেড়ে

নারী খেতে আসছে কে রে?

কয়েকটা লম্পটের ভয়ে ইডেন কাঁপছে। আর কত?

 

বটি হাতে আসছে ছুটে একগুচ্ছ গোলাপ কলি।

বিছানা গরম করার তরমুজ, সাবধান, এবার লম্পট ধরার দিন।

৩০/০৯/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.