নিষিদ্ধ গন্ধমে ডুব - অপ্রকাশিত কবিতাঃ ০৬০

                                                     

কবিতা-০৬০ : নিষিদ্ধ গন্ধমে ডুব

নিষিদ্ধ গন্ধমের জন্য আজো উতলা মানুষ।

সে কি জানে না, এর পরিনতি কি? তাহলে?

তাহলে কেন সে আজো বেপরোয়া হয়?

আদম,( আল্লাহ তাঁর ওপর রহম করুন,) তিনি জানতেন না গন্ধম খাওয়ার পরিনতি কি?

কিন্তু এখন মানুষ কি জানে না, সুদ খেলে কি হয়? জানে না, ঘুষ খাওয়া পাপ?

অশ্লীলতার তিক্ত বিষাক্ত পরিনতি জানার পরও মানুষ কি করে কুকর্মে লিপ্ত হয়?

 

আলেমরা কি জানেন না, স্বল্পমূল্যে কোরান বিক্রি করার পরিনতি? তাহলে?

 

তাহলে কেমন করে তারা নামমাত্র মূল্যে আল্লাহর কালাম বিক্রি করে?

রাষ্ট্রনায়ক না হয়ে কোন্  সুন্নতের দোহাই দিয়ে তারা মুরীদ খুঁজে বেড়ায়?

যারা ওয়াজের মাহফিলে সুন্নতের বয়ান করে বক্ষ ভাসান, তারা কি জানেন না বদর ওহোদের ইতিহাস?

 

বাতিলের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার শিক্ষা তিনি কাদের দিয়েছিলেন?

আজ তাঁর উম্মতরা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যদি ভাবে, তারা ইসলামের সেবায় মশগুল, তবে এরচে আহাম্মকি আর কি আছে?

 

হায়, ইসলাম আটকে গেছে জাহেলের নৈশভোজে, জবরদস্ত জলসায়, মুরগীর রানে আর ইউটিউবের নষ্টা মেয়েদের দেহকাঠামোর ফাঁকফোকড়ে।

 

হে রাসূল, জৌলুসের জলসা থেকে ইসলামকে, কে মেলে ধরবে হাবসী বেলালদের সামনে?

কে যাবে তায়েফের পাষান্ড নগরে?

আর কতদিন

নিষিদ্ধ গন্ধমে ডুবে থাকবে জাতি?

১৭/১১/২০১৯

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.