তৃষ্ণার্ত জীবন - অপ্রকাশিত কবিতাঃ ৩০১

        

কবিতা-৩০১ : তৃষ্ণার্ত জীবন

অনন্ত নক্ষত্রবীথি, নিহারিকা পথ

তার চেয়ে বাঁকা বেশী মনুষ্য হৃদয়

অশান্ত বাতাস যেন ছোটে অনুক্ষণ

লাগে না রকেট, বিমান, যন্ত্র, শকট।

 

সারাক্ষণ ওড়ে শুধু উদ্বাস্তু ঈগল

মেঘ যেন উড়ে যায় দূর নীলিমায়

পতঙ্গের মত লোভ, শুধু খুটে খায়

বুঝে না হালাল ও, কোনটা গরল।

 

জমা করে সীমাহীন লোভ শতদল

জমা করে গন্ধেভরা গ্লানি অবিরল

সারাক্ষণ ডুবে থাকে পাপ দরিয়ায়

রাখালের মত নফস মনকে তাড়ায়।

 

মানুষের দেহে থাকা ঘোরলাগা মন

মরণ অবধি ছোটে তৃষ্ণার্ত জীবন।

০৩/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.