কতিপয় সোমত্ত রাজহাঁস - অপ্রকাশিত কবিতাঃ ১০৯

                                                                               

কবিতা-১০৯ : কতিপয় সোমত্ত রাজহাঁস

আমাদের উঠোনে শুয়ে আছে নীল আসমান, যে আকাশে কোন তারা নেই, চাঁদ নেই।

আছে অথৈ আঁধারের সীমাহীন দাপাদাপি, কালবোশেখীর সঘন তান্ডব, বজ্র ও বিদ্যুতের ভয়ংকর অট্টহাসি।

 

সূর্যের দীর্ঘশ্বাস ও বিধবার হাহাকার,

সন্তানহারা মায়ের করুণ বিলাপধ্বনি,

বোনের উদাস চোখ সব একাকার, যেন বিধ্বস্ত উড়িরচর।

 

একে একে গুম হয়ে যাচ্চে আমাদের শস্যদানা,

চুয়াত্তুরের খুনী বাদুড়গুলো হাসছে বুনো উল্লাসে, যেন স্বরাজ পেয়েছে তারা।

একে একে নিভে যাচ্ছে মসজিদের নিয়নবাতি।

কাৎরাচ্ছে বাসন্তীর শরম,

আর জনতার চোখের পানি জমাট বেঁধে বরফ ঢাকা হিমালয় হয়ে যাচ্ছে ক্রমাগত।

 

হে কোরানের নূরানী আলো, তুমি কোথায়?

এবার তুমি নেমে এসো আমাদের বিপন্ন উঠোনে।

 

আমি দেখতে চাই, জমাটবদ্ধ কান্নার বরফগুলো তোমার নূরানী আলোয় গলে গলে পাহাড় থেকে নেমে যাচ্ছে সাগর মোহনায়।

জমাটবাঁধা কান্নার অথৈ জলে মুসাকে তাড়া করতে এসে হাবুডুবু খাচ্ছে পাপিষ্ঠ আকাশ। তার গায়ে লেপ্টে থাকা পাপগুলো মাঠের ঘাসের মত ডুবে যাচ্ছে নবীন বন্যার বাঁধভাঙা জলের জোয়ারে।

নূরানী আলোর জোসনা লেগে উঠোনে শুয়ে থাকা নীল আসমান হয়ে যাচ্ছে প্রেমের পুকুর।

 

সে পুকুরে পরমানন্দে খেলা করছে

কতিপয় সোমত্ত রাজহাঁস।

১৪/০৬/২০২০ ৬টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.