মরেও শান্তি পাবে না - অপ্রকাশিত কবিতাঃ ৩৯০

            

কবিতা-৩৯০ : মরেও শান্তি পাবে না

একজন মুসলমানের মৃত্যুতে "ইন্নালিল্লাহ" পড়লে যদি চাকরী চলে যায়, সে সরকারের অধীনে চাকরী না করলে আমার কি হবে?

রিজিক বন্ধ হয়ে যাবে?

মানুষের রিজিক কি সরকার দেয়, না যিনি রাজ্জাক তিনি?

 

যে ইমামরা মৃত মুসলমানের জন্য দোয়া করতে ভয় পায়, তাদের কি ঈমান আছে?

তারা কি আদৌ বিশ্বাস করে আল্লাহই হায়াত, মউত ও রিজিকের মালিক? যে এতটুকু আস্থা ও বিশ্বাস রাখতে পারে না সে কেন কলেমা পড়ে? কেন বলে, আমি মুসলমান?

 

আজকে আপনাকে জানাযা পড়তে দেয় না, কাল বলবে কেউ মুসলমান নাম রাখতে পারবে না, পরশু বলবে স্ত্রীর সাথে মিলনের আগে অনুমতি নিতে হবে, আপনি সব মেনে নেবেন?

সব? আপনার কি লজ্জা বলে কিছু নেই?

 

পিতার জানাযা পড়তে পারেনি যে সন্তান, কেন সে মেনে নেবে এ অসহ্য জুলুম? জীবিত মানুষের বদলে কবর পাহারা দেয়ার জন্য সে কেন ট্যাক্স দিবে খুনীকে।

 

"ইন্নালিল্লাহ" পড়লে যে দল আমাকে বহিস্কার করে সে দল করার কি দরকার আমার? আমার কি দায় ঠেকেছে ওদের তল্পিবাহক হওয়ার? একটা দল জানাযার মুসল্লিদের গুলি করবে, তারপরও আমাকে সে দল করতেই হবে? না, পারবো না।

 

কসম খোদার, অনেক সয়েছি, আর না। যারা লেন্দুপ দর্জির মত দেশ বিক্রি করে আমাকে গোলাম বানাতে চায়, এবার তাদের রুখতেই হবে।

জালিমের কোন ধর্ম থাকে না, তার একটাই পরিচয়, সে জালিম।

 

সে বর্বর, সে নিষ্ঠুর, সে মানুষ হত্যাকারী।

এসো ভাই ও বোনেরা, বাঁচতে চাইলে এক হও। খুনীর বিরুদ্ধে রুখে দাঁড়াও।   যারা আমার পিতৃপরিচয় মুছে দিতে চায়, যারা "ইন্নালিল্লাহ" বললে আমাকে দল থেকে বহিস্কার করে, তাদেরকে দেশ থেকে বহিস্কার না করতে পারলে আমার আত্মা মরেও শান্তি পাবে না।

১৮/০৮/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.