তারপর? - অপ্রকাশিত কবিতাঃ ১৫৪

                                                                                           

কবিতা-১৫৪ : তারপর?

দুই বন্ধু গল্প করছে।

১ম বন্ধুঃ তারপর?

অনেক লেখাপড়া করবো।

১ম বন্ধুঃ তারপর?

ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো।

১ম বন্ধুঃ তারপর?

বিদেশ যাবো।

১ম বন্ধুঃ তারপর?

অনেক টাকা কামাবো।

১ম বন্ধুঃ তারপর?

বিয়ে করবো।

১ম বন্ধুঃ তারপর?

গাড়ি করবো, বাড়ি করবো।

১ম বন্ধুঃ তারপর?

অনেক ধনী হবো। সম্পদ গড়বো।

১ম বন্ধুঃ তারপর?

সন্তান মানুষ করবো।

১ম বন্ধুঃ তারপর?

দেশের খু্ব নামী দামী লোক হবো।

১ম বন্ধুঃ তারপর?

পারলে এমপি মন্ত্রী হবো।

১ম বন্ধুঃ তারপর?

তারপর একদিন বুড়ো হবো।

 

১ম বন্ধুঃ তারপর?

তারপর কি আবার? একদিন মরে যাবো।

১ম বন্ধুঃ তারপর?

আমার সম্পদ নিয়ে স্বজনরা মারামারি করবে।

১ম বন্ধুঃ তারপর?

দুনিয়ার লোকজন আমার নাম নিশানা মুছে দেবে।

১ম বন্ধুঃ তারপর?

পৃথিবী আমাকে ভুলে যাবে।

১ম বন্ধুঃ তারপর?

জানি না, জানি না, জানি না।

১ম বন্ধুঃ আহারে। আহারে।

শুধু একবার মরার জন্য এতকিছু করবি?

 

আর তুই কি করবি?

 

১ম বন্ধুঃ আমি? আমি আর কি করবো?

আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করবো।

তাঁর করুণার শোকর আদায় করবো।

যা হালাল করেছেন তা খাবো, পান করবো।

তাঁর ইবাদত করবো।

 

আর?

১ম বন্ধুঃ আর? স্রষ্টা ও সৃষ্টির সেবায় নিজেকে বিলিয়ে দেবো।

তারপর?

১ম বন্ধুঃ তারপর আর কি? তোর মতো একদিন মরে যাবো।

তারপর?

 

১ম বন্ধুঃ আল্লাহই ভালো জানেন। তিনি বলেছেন, তাঁর ইবাদাত করলে তিনি বেহেশত দেবেন। আমি সেখানে অনন্ত সুখে জীবন যাপন করবো। অনাদি অনন্ত কাল। যার ইতি নেই, শেষ নেই, লয় নেই, মৃত্যু নেই।

আছে শুধু সুখ আর শান্তি। যার কোন শেষ নাই।

২৮/০৬/২০২১   ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.