সীমিত সংখ্যক মানুষ - অপ্রকাশিত কবিতাঃ ১০১

                                                                              

কবিতা-১০১ : সীমিত সংখ্যক মানুষ

আমি মন্ত্রীকে খুশী করার জন্য বললাম, করোনার সাহস হয় কি করে আপনার কাছে আসার?

আমার কথা শুনে মন্ত্রী হাসলেন।

 

আমি অবাক হলাম।

করোনায় ধরলে কেউ হাসতে পারে, ভাবতেই পারিনি।

বল্লেন, ধুর বুদ্ধু। এটাইতো আমাদের রাজনীতি।

পরিবার পরিকল্পনা দিয়েও কোন কাজ হচ্ছিল না। তাই নেত্রীকে বল্লাম, লকডাউন তুলে দিন। আমি করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হবো। তারপর মোল্লাদের বুড়ো আঙুল দেখিয়ে যখন বেরিয়ে আসবো তখন সবাই স্বীকার করবেকরোনা কোন গযবই না।

নেত্রী, আপনি যতোক্ষণ আছেন ততোক্ষণ আপনার মন্ত্রীপরিষদ ও দলের শীর্ষ নেতাদের করোনা কিছুই করতে পারবে না।

 

ওদিকে গার্মেন্টস খুলে দেয়ায়, দোকানপাট খুলে দেয়ায়,

মসজিদ খুলে দেয়ায়,

জয় বাংলা বলে সবাই লাফিয়ে পড়বে রাস্তায়।

দেশের আশি ভাগ মানুষকে ফিরনি খাওয়ার মতই গিলে ফেলবে করোনা। বলবে, আহ, কি মজা।

 

আপনি তখন ভেন্টিলেটারযুক্ত হলরুমে বসে হাজিরাখাতা খুলে বসবেন। আপনার গোয়েন্দা বাহিনী বলবে, নেত্রী, আপনার জনসংখ্যা সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সীমিত সংখ্যক মানুষ যারা বেঁচে আছে, তারা কেউ বাপের নামও জানে না।

০৩/০৬/২০২০ ২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.