সামান্য উঁকুন - অপ্রকাশিত কবিতাঃ ১০৫

                                                                              

কবিতা-১০৫ : সামান্য উঁকুন

মাবুদ, আমাকে একটু বুদ্ধি দাও।

একটু জ্ঞান দাও।

কবি শামসুর রাহমানের মত আমারও জানতে ইচ্ছে করে, "কে  আমি?

কোত্থেকে এসেছি? কেন এসেছি?

আখেরে কোথায় যাবো?"

জানি না, তিনি এসব প্রশ্নের জবাব পেয়েছিলেন কী না।

আমারও জানতে ইচ্ছে করে, আমি কে? কি আমার কাজ?

 

আমি এলাকার প্রচন্ড ক্ষমতাধর জমিদার, আমি নামের আগেপিছে ত্রিশটা লকব লাগানো বিখ্যাত আলেম, আমি চাল চোর চেয়ারম্যান, এসব কি আমার পরিচয়?

অথচ আমি জানি আমি কত অসহায়

 

ডিম থেকে বেরিয়েই মুরগীর বাচ্চা হাঁটতে পারে, আমি পারি না।

আমাকে মায়ের কোলে কাটাতে হয় বছরের পর বছর।

আমি তো সেই অসহায় আত্মা, যে তোমার রহমত ছাড়া কিছুই করতে পারি না।

আমি আমার ইচ্ছায় দুনিয়ায় আসিনি। আমার ইচ্ছামত দুনিয়া থেকে যেতেও পারবো না। যে কয়দিন দুনিয়ায় থাকবো, তোমার লেখা ভাগ্য মেনেই চলতে হবে।

 

আমি যে বলি, এই ছেলে আমার, মেয়ে আমার, সম্পদ আমারতার কতটুকু সত্য? যদি এসব আমারই হতো তবে তা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই না কেন?

 

হে আমার খোদা, আমাকে একটু বুদ্ধি দাও।

একটু জ্ঞান দাও। যেন আমি বুঝতে পারি, আমি কে?

তুমিই তো বলেছো, আমি আশরাফুল মাখলুকাত। মানে, আমিই সৃষ্টির সেরা।

তবে কেন আমাকে করেছো অথর্ব, অলস, মুরগীর ছানার চাইতেও অসহায়?

আমি এতটাই অসহায় যে, সামান্য উঁকুন আমারই মাথায় বসে আমাকেই খায়।

০৭/০৬/২০২০ ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.