এই রাত কেটে যাবে - অপ্রকাশিত কবিতাঃ ২১৪

                                                                                                       

কবিতা-২১৪ : এই রাত কেটে যাবে

এই রাত কেটে যাবেভোর হবেভোর

চাঁদতারাআসমানসব হবে তোর।

নিরাশার মেঘগুলো কই যাবে ভেসে

তাই দেখে শহীদেরা উঠবে রে হেসে।

সোনালী সূর্য এসে বাজাবে নূপুর।

এ পৃথিবী তোর হবে,এ মাটিও তোর।

তবে আর ভাবনা কিলাল খুন ঢালো

চারদিকে সাহসের আলোটুকু জ্বালো

এ পৃথিবী আল্লাহরএ জমীনও তাঁর

আবারও দেখবে ঝলক তাঁর ক্ষমতার।

এই রাত কেটে যাবেভোর হবেভোর

চাঁদতারাআসমানসব হবে তোর।

০৯/০৮/২০২২ - বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.