পাঁচটি টুকরো কবিতা - অপ্রকাশিত কবিতাঃ ২৯৪

      

কবিতা-২৯৪ : পাঁচটি টুকরো কবিতা

১.

ক্ষুধার জ্বালায় যে সমাজের

লক্ষ লোকের নিঁদ

নেই সেখানে কেমন করে

পালন করো ঈদ।

 

২.

পঙ্গু শিশু বৃদ্ধা যখন

পরাণ খুলে হাসবে

ঈদের চাঁদ ধরায় তখন

নিজেই নেমে আসবে।

 

৩.

সুদের চাকা বন্ধ হলে

জাকাত হলে চালু

হাসবে গরীব, বুর্জোয়াদের

শুকিয়ে যাবে তালু।

 

৪.

সমাজবাদে সমাজ খায়

পুঁজিবাদে পুঁজি

কে বাঁচাবে নিঃস্ব, গরীব

তাদের এখন খুঁজি।

 

৫.

ইসলাম চালু হলে বাঁচবে

গরীব, দুখী, নিঃস্ব

ধংস হবে বুর্জোয়াদের

লোক ঠকানো বিশ্ব।

২২/০৪/২০২৩ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.