মরিয়ম ফুলের ভালবাসা - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৩
কবিতা-৩৪৩ : মরিয়ম ফুলের ভালবাসা
আমি চোখ দিয়ে দেবদারু গাছ ছুঁয়ে দিলাম।
গাছ বললো, দেখো কি? এভাবেই
বড় হতে হয়।
বড়দের বন্ধু হয় বাতাস, মেঘ, রোদ, মাটির
নির্যাস।
অনাহুত ডালপালা ঝেঁটিয় বিদেয়
করো।
দৃষ্টি রেখো আকাশের দিকে। একদিন
তুমিও বড় হবে।
কে কি বলছে সেদিকে নাইবা খেয়াল
করলে।
সমালোচনার জবাব দিতে গেলে নিচু
হয়ে যাবে তুমি।
কারো মন্দ বলার সময় কই?
সব সময় আলিফের মত টান টান হয়ে
দাঁড়িয়ে থাকবে। তুমিই হবে হরফের প্রথম অক্ষর।
যদি বড় হতে চাও লক্ষ্যে থাকবে স্থির।
নিন্দুকের নিন্দা বিরুদ্ধে গড়ে তুলবে সত্য প্রাচীর ও নিঃশব্দ বর্ম। সত্য ছাড়া রাগ
ও ক্ষোভের কোন জবাব দেবে না। দেখবে কোন নিন্দাই তোমাকে স্পর্শ করবে না।
একদিন তুমি হবে জাতীয় কবি নজরুল।
তুমি হবে রেনেসাঁর কবি ফররুখ। তুমি হবে নতুন বিপ্লবের সিপাহসালার তিতুমীর।
তালগাছের কাছে থাকে ছায়া ও মায়া।
রাগ, ক্ষোভ, ঘৃণার কোন ডালপালা থাকে না।
কবিরও কোন ডালপালা থাকে না।
কবি হতে চাও? আরশের
দিকে তাকিয়ে থাকো অনবরত,
অবিরাম।
দেখবে, তোমার
শরীর থেকে মরিয়ম ফুলের মত ভালবাসা শুধুই সৌরভ ছড়াবে।
২৯শে নভেম্বর ২০২২ : বাদ ফজর
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments