ড্রাকুলা হাসি - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৬
কবিতা-৪৪৬ : ড্রাকুলা হাসি
সুবোধ, তুমি় আর এসো নাকো এই সন্ধ্যার লীলায়িত লালিমার রক্তিম অভিসারে। আমি অনেক দেখেছি তোমার কূহক যাতনা।
দেখেছি ফাঁসি কাষ্ঠে নিথর লাশ। জেলের প্রকোষ্ঠে বন্দী
বনি আদম।
গুমের মিছিল।
আর দেখতে চাই না ড্রাকুলা হাসি।
অই সন্ধ্যার
অস্তরাগে এ রক্ত কার? আমার ভায়ের। উদয় ও অস্তের থকথকে রক্ত আমাকে
ডাকে, আয়। তোর মায়ের চোখে, বোনের চোখে মেখে
দে মেহেদী সদৃশ ফিনকি দেয়া লাল অঞ্জন।
আমি আর দেখতে
চাই না করো ঠোঁটে রক্তের দাগ। হাঁটুতে গুলি খেয়ে বিছানায় যে যুবক আহাজারি করে, সেটা কি কোন স্বাধীন দেশ?
আমাকে আমার
স্বাধীন দেশ ফিরয়ে দাও।
আমাকে মাঠে
কাজ করতে দাও।
শ্রমিকের
ঘাম শুকোবার আগে মজুরী দাও।
আমাকে হাসতে
দাও।
প্রাণখুলে
কথা বলতে দাও।
আমাকে শকুনের
থাবাহীন একখন্ড মাটি দাও।
৭ই
ফেব্রুয়ারী ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments