প্রতিক্ষার প্রহর - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৭

      

কবিতা-৪৪৭ : প্রতিক্ষার প্রহর

ঘাটে বসে আছি।

ভেজা বাতাসে শীত শীত লাগছে।

কুয়াশা ভেজা শীত।।

 

অপেক্ষার প্রহর আর শেষ হয় না।

কতটা প্রহর এভাবে একাকী কাটানো যায়? কি বিশ্রী সময়।

কখন সে আসবে? আর কত পরে?

চরের বালির উপরে রুমাল বিছিয়ে কতক্ষণ একা বসে থাকা যায়?

 

তাও যদি জানতাম, যে আসবে সে কোন উর্বশী, পরী? উজবুক দাঁতাল  শুয়োরটাকে যদি পাঠায়? যে টানতে টানতে নিয়ে যায় দোযখের দ্বারপ্রান্তে?

 

উহ! যদি মায়ের পেটে থাকতাম? রোদ নাই, বৃষ্টি নাই। মোলায়েম বিছানা। মনের আনন্দে হাত-পা ছুঁড়ছি।

 

হে খোদা, দুঃখময় এ পৃথিবীতে কষ্টের দড়ি ধরে আর কতকাল অপেক্ষার প্রহর কাটাতে হবে আমায়?

 

নদী ঘাট তো কোন সরাইখানা নয়, শহরও নয়। পার্কও নয়। কে এখানে বসবার জন্য অট্টালিকা বানাবে?

 

জানি, সে আসবে। কিন্তু কখন। কখন সে আসবে?

১৯শে ফেব্রুয়ারী ২০২৪; বাদ মাগরিব।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.