একটু অপেক্ষা করো - অপ্রকাশিত কবিতাঃ ৪৪৫
কবিতা-৪৪৫ : একটু অপেক্ষা করো
তুমি এটাকে আমার আবেগ বলতে পারো,
ভাবাবেগ, ক্ষোভ ও ঘৃণা বলতে পারো,
বলতে পারো
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আর্তনাদ কিংবা মৃত্যুপথযাত্রীর মরণ চিৎকার বা হুংকার।
আজানের মত
আমার এ চিৎকার কেয়ামত পর্যন্ত প্রলম্বিত হবে।
তুমি মানুষ
মারবে আর আমি বলবো না "খামুশ" এ হতে পারে না।
খবরদার কারো
গায়ে একটা ফুলের টোকা দেয়ারও কোন অধিকার নেই তোমার।
তুমি আদমের
সন্তান নও?
আদম তোমার
পিতা নয়?
তাহলে কোন
সাহসে তুমি আদমের সন্তানের গায়ে হাত তোল।
তুমি কি
বিশ্বাস করো কেয়ামত আসবে? সেদিন ন্যায়দন্ড হাতে যিনি দাঁড়াবেন তিনিই কি
রাজাধিরাজ নন?
সেটাই কি
বিচারের শেষ দিন নয়?
তুমি কেন
তোমার নিরীহ ভাইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে ছিলে? তার কি বিচার হবে না?
বিচারের
ন্যায়দন্ড তুমি কোথায় পেলে?
কে দিয়েছে
তোমাকে বিচারের ভার?
অপেক্ষা
কর। সময় আসুক।
কার পিঠের
চামড়া কে তোলে সেদিন চূড়ান্ত রায় হয়ে যাবে।
নাদান। দোযখের
আগুনের অপেক্ষা করো। সেদিন কোন দয়ামায়া দেখানো হবে না কারো ওপর। জুলুমও করা হবে না
কারো ওপর।
মনে রেখো, তিনি যেমন রহীম রহমান, কাহহারও তিনিই।
নিজের বা
কারো ওপর বিন্দুমাত্র অবিচার করার অধিকার তোমার নেই।
তিনি কারো
পাওনা অনাদায়ী রাখেন না।
শুধু সামান্য
সময়ের অপেক্ষামাত্র।
একটু অপেক্ষা
করো।
৬ই
ফেব্রুয়ারী ২০২৪; বাদ এশা।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments