দুর্দিনের আহাজারি - অপ্রকাশিত কবিতাঃ ৪০৩
কবিতা-৪০৩ : দুর্দিনের আহাজারি
প্রাচীন রাজবাড়ির অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে পড়েছে বাংলাদেশ। এখানে কেবল চাপ চাপ অন্ধকার আর অন্ধকার। কৃষ্ণ অন্ধকার মানেই আতঙ্কের কৃষ্ণ বিভীষিকা। আমরা সেই আতঙ্কের অন্ধকার নহরে হাবুডুবু খেতে খেতে, খেতে খেতে, খেতে খেতে অসাড় হয়ে পড়েছি।
যদি তোমাকে বলি, বুকে হাত দিয়ে বলতো, কেমন আছো? জানি, এ প্রশ্নের সদুত্তর দেয়ার সাহস ও হিম্মত তোমার হবে না। গণতন্ত্রহীন গণতন্ত্রে 'ভাল নেই' বলে জীবনের নিরাপত্তা হীনতা কে বাড়াতে চায়?
আমরা এখন এমন এক দেশে থাকি যেখানে মায়ের কোলে নিরাপদ নয় শিশু, পিতামাতা নিরাপদ নয় সন্তানের হাতে। ভাই হত্যা করছে ভাইকে, শিক্ষকের হাতে ধর্ষিতা হচ্ছে কোমলমতি বালিকারা। আইয়ামে জাহেলিয়াত কি এরচে খারাপ ছিল?
হায়, আইয়ামে জাহেলিয়াতের দুর্দিনে তাদের উদ্ধারের জন্য একজন নবী এসেছিলেন, কিন্তু আমাদের উদ্ধার করবে কে?
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments