পূর্ণিমা চাঁদ হাসে - অপ্রকাশিত কবিতাঃ ৪০২

                 

কবিতা-৪০২ : পূর্ণিমা চাঁদ হাসে

ফাঁসি মঞ্চে হাসে দেখো পূর্ণিমা চাঁদ

তাই দেখে কাঁপে দেখো ভীতু জল্লাদ।

জেলে বসে বিপ্লবী জনতাকে ডাকে

ফাঁসি নয়বলেঢিল দিল মৌচাকে।

 

ঘরে ঘরে জোট বাঁধে বিপ্লবী দল

কাঁধে কাঁধ রেখে সব ময়দানে চল।

হাতে হাতে তুলে ধর দীপ্ত মশাল।

আর বেশী দূরে নয়সূর্য সকাল।

 

রাজপথে নেমে আসে দৃপ্ত মিছিল

ভয় ও তৃষ্ণাতে কাঁপে আজাজিল।

কাঁপে যত কাপুরুষভীরু শয়তান।

শহীদরা খুশীতে গায় আল্লাহ মহান।

 

ফাঁসি মঞ্চে হাসে দেখো পূর্ণিমা চাঁদ

হাসি দেখে কাঁপে ভয়ে খুনী জল্লাদ।

৭ই সেপ্টেম্বর ২০২৩; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.