সময়ের দারুচিনি - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৪
কবিতা-৪৭৪ : সময়ের দারুচিনি
অধিক জনসমাগম দেখে উৎফুল্ল হয়ো না।
পকেটমার
কোন খোলা মাঠে হাওয়া খায় না।
যেখানে ভীড়
সেখানেই তাদের উৎপাত।
যতো তোমার
ব্যস্ততা বাড়বে ততো তার সুবিধা।
যখনি সে
দেখবে তুমি আনন্দে আত্মহারা তখনি সে সারবে তার আরাদ্ধ কাজ।
অধিক জনসমাগম
দেখে উৎফুল্ল হয়ো না। বরং জনগনকে সচেতন হতে বলো। সাবধান না হলে মুহূর্তে সে হয়ে যেতে
পারে পথের ফকির।
বাজারে কম
লোক থাকে না, সেখানেই মানুষ দেখে পকেট কাটা।
দমবন্ধ বাসের
ভীড়েই নিঃস্ব হয় মানুষ।
বিয়ে বাড়িতেও
সোনার নেকলেস চুরি হয়।
ভীড় নয়, জয় হয় কৌশলে
জয় হয় বুদ্ধিতে
জয় হয় প্রজ্ঞায়।
জয় হয় আবেগের
স্থিরতায়।
তাড়াহুড়া
করে কিছুই করা যায় না।
কাঁঠাল পাকার
আগে কাটতে হয় না।
আগে পরীক্ষা
করে নাও, সে তোমার ঘরে ঢোকার যোগ্য কীনা?
একই গোয়ালে
গরু আর মোরগ রাখতে হয় না। তালিকা নয়, চেতনাকে পরিপক্ক করো।
আবারো বলছি,অধিক জনসমাগম
দেখে উৎফুল্ল হয়ো না।
অধিকাংশ
মানুষই বিপথগামী। সে জন্য তুমিও বিপথগামী হবে?
অপেক্ষা
করো।
সময়ের দারুচিনি
তোমারই হবে।
৩রা মে ২০২৪; বাদ এশা।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments